নিজস্ব সংবাদদাতা : কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্থায়ী কর্মচারীদের প্রাপ্ত ছুটি সংক্রান্ত বিষয়ে এবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় মন্ত্রক। সূত্রের খবর, এবার থেকে কেন্দ্র সরকারি কর্মচারীদের বছরে বছরে ন্যূনতম ২০ দিন বেতনসহ ছুটি নিতে হবে, এমনটাই ঘোষণা করা হয়েছে কেন্দ্রের তরফে। অর্থাত্ অন্তত ২০ দিন ছুটি নেওয়া বাধ্যতামূলক করেছে সরকার। এ বিষয়ে কেন্দ্র সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ”নগদের বিনিময়ে ছুটি বিক্রির বদলে স্থায়ী কর্মীদের ন্যূনতম ২০দিন বেতনসহ ছুটি নেওয়া আবশ্যক।” সরকারের এই ঘোষণার ফলে দেশের সরকারি কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত বছরের অক্টোবর মাসে অতিমারী আবহে দেশের অর্থনীতি চাঙ্গা করার উদ্দেশ্যে বড় প্যাকেজ ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূলত ভোগ্যবস্তুর চাহিদা এবং বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকারি কর্মীদের বেতনের একাংশ অগ্রিম ও এলটিসি বাবদ দেওয়ার কথা জানিয়েছিলেন তিনি। এ ব্যাপারে ৭৩০০০ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছিল নিত্যপ্রয়োজনীয় নয়, এমন পণ্য কেনায় ওই টাকা কর্মীদের খরচ করতে হবে। আগামী ৩১ মার্চের মধ্যে টাকা খরচ করার শর্তেই দেওয়া হয়েছিল এই সুযোগ। নির্মলা সীতারামন বলেছিলেন, ”বার্ষিক ভ্রমণ ভাতা হিসেবে কর্মচারীদের আয়করবিহীন ক্যাশ ভাউচার দেওয়া হবে। এই অর্থ এমন সব পণ্য কিনতে খরচ করতে হবে, যার উপরে ১২% বা তার বেশি হারে জিএসটি যুক্ত হয়।” কেন্দ্রের এই ঘোষণা অনুযায়ী ব্যবস্থাও নিয়েছিল কেন্দ্রের অধীনে থাকা সংস্থাগুলি।
Report by web desk
Reported on – 19/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল