শীতের সকালে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে সরস্বতী পুজোর জন্য স্নান করাই ছিল এতদিনের চল। কিন্তু এবারে আর তেমন হবে না। অন্ততপক্ষে পুজোর একদিন আগে তেমনই ইঙ্গিত দিচ্ছে আবহাওয়া। মঙ্গলবারে পুজো, তার আগে সোমবারে স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি কলকাতার তাপমাত্রা।
সোমবার সকালে কলকাতার তাপমাত্রা ছিল ২০.৮ ডিগ্রি সেলসিয়াস।। যা আসলে স্বাভাবিকের চেয়ে প্রায় ২ ডিগ্রি বেশি। ফলে আগামীকালও যে হঠাৎ করে শীত পড়বে এমন সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা।
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এদিন সারাদিন মেঘলা আকাশ থাকার বার্তা দেওয়া হয়েছে। তবে কলকাতায় কোনও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে। আগামীকাল সরস্বতী পুজোর দিনেও বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে।
অন্যদিকে দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্রবিদ্যুত্ সহ হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ঝাড়খন্ড ও ওড়িশা সংলগ্ন এলাকাগুলিতেও আগামী ৩ দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও।
আগামী কয়েকদিন এরকমই চলবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর । গত কয়েকদিন ধরেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকছে ১৭ ডিগ্রির আশেপাশে। শীতের শেষবেলায় তাই পারদ ওঠানামা চলছে। কুয়াশার জন্য শীতের সকাল আরামদায়ক হলেও, কুয়াশার চাদর সরতেই ফের অস্বস্তি শুরু।
Report by web desk
Reported on – 15/02/2021
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন