নিজস্ব সংবাদদাতা : বিশেষভাবে সক্ষম যুবকের পাশে থাকার আশ্বাস দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন যাদবপুরের সাংসদ, অভিনেত্রী মিমি চক্রবর্তী। জানা গিয়েছে, সম্প্রতি নন্দ জানা নামে প্রতিবন্ধী যুবক টুইটে মিমি চক্রবর্তীর কাছে সাহায্য চেয়ে লেখেন, ”দিদি আমার প্রণাম নেবেন । দিদি আমি একজন প্রতিবন্ধী। আমাকে একটি হেল্প করুন। আপনাদের কাছে আমি টাকা চাইছি না। দিদি আমার পা গুলো একটু দেখুন। দিদি আমাকে সাহায্য করুন প্লিজ”। নিজের টুইটটি মিমিকে ট্যাগও করেন নন্দ, যেটি মিমির চোখ এড়ায়নি। নন্দ জানার টুইটের উত্তরে মিমি লেখেন ”নিশ্চয় করব, প্লিজ তোমার নম্বরটি আমায় পাঠাও।” মিমির থেকে সাহায্যের প্রতিশ্রুতি পেয়ে নিজের মোবাইল নম্বর পাঠাতে দেরি করেননি নন্দ জানা। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রশংসিত হচ্ছেন মিমি। প্রসঙ্গত, এর আগেও একাধিকবার অসহায়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছে মিমি চক্রবর্তীকে। কখনও তিনি আমফানে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছেন। কখনও আবার ভাইরাল ‘চা কাকু’ মৃদুল বাবুর পাশে দাঁড়িয়েছেন। আবার হারিয়ে যাওয়া অসহায়, অসুস্থ রাণাঘাটের বৃদ্ধ কুমুদ শীলকে হাসপাতালে ভর্তি করেছেন।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন