নিজস্ব সংবাদদাতা : সাতসকালে তীব্র বিস্ফোরণের ফলে উড়ে গেলো বেলেঘাটার একটি ক্লাবের ঘরের ছাদ! বেলেঘাটা গান্ধী ময়দানের কাছে একটি দোতলা ক্লাবে এই ঘটনাটি ঘটেছে। বিস্ফোরণের আওয়াজে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় মানুষ। ক্লাবের দোতলার একটি ঘরের ছাদের একটি অংশ উড়ে গিয়েছে। ভেঙেছে দেওয়ালেরও একাংশও। ভিতরের দেওয়ালে পোড়া কালো ছোপ। স্থানীয়দের ধারণা, ক্লাবেই মজুত রাখা ছিল বোমা। যার জেরেই সাত সকালে এই দুর্ঘটনা ঘটে। তবে ক্লাব সদস্যরা জানিয়েছেন, ভোরেই দুজন বহিরাগত বাইকে চড়ে পাড়ায় ঢোকেন। তারাই আচমকা বোমা নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ওটা বাচ্চাদের কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র ছিল । কীভাবে বিস্ফোরণ হয়েছে তা নিয়ে কোনও মন্তব্য করেনি পুলিশ। সেখানে ফরেনসিক তদন্ত হবে। তবে প্রাথমিত তদন্তে পুলিশের অনুমান, বিস্ফোরক মজুত করা ছিল ওই ক্লাবে। তার ফলে এই কাণ্ড ঘটেছে। যদিও সেকথা মানতে নারাজ ক্লাব কর্তৃপক্ষ। তাদের পালটা দাবি, ক্লাবে কোনও বিস্ফোরক মজুত রাখা কার্যত অসম্ভব। কেউ বা কারা বোমাবাজি করেছে। তার ফলে এমন ঘটনা। যদিও পুলিশ এখনই ক্লাব কর্তৃপক্ষের কথা মানতে নারাজ। স্থানীয়দের সঙ্গে কথাবার্তা বলে ঘটনা সম্পর্কিত তথ্য জোগাড়ের চেষ্টা করছেন তদন্তকারীরা। সত্যিই কোনও বিস্ফোরক ক্লাবে মজুত কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া কী ধরনের বিস্ফোরক ছিল, তাও তদন্ত করে দেখছে বেলেঘাটা থানার পুলিশ। এখনও অবধি কোন হতাহতেরও খবর পাওয়া যায়নি।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন