নিজস্ব সংবাদদাতা : প্রেমিকাকে বিয়ে করতে চেয়ে তাঁর বাড়ির সামনে ধর্না দিল প্রেমিক। বাইকের সঙ্গে প্রেমিকার ছবি দেওয়া পোস্টার লাগিয়ে রাস্তায় ধর্ণায় বসল প্রেমিক। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে অশোকনগর থানার দেবীনগর এলাকায়। প্রেমিক সৌমেন দত্তের বাড়ি অশোকনগর মানিকতলা এলাকায়। তাঁর দাবি, সাত বছর ধরে দেবীনগর এলাকার গার্গী দাস- এর সঙ্গে ভালোবাসার সম্পর্ক। শুধু তাই নয়, ভালবেসে বছর তিনেক আগে রেজিস্ট্রি বিয়ে করেন তাঁরা। তবে, ইদানিং গার্গীর বাড়ি থেকে এই সম্পর্ক নিয়ে আপত্তি তোলেন এবং গার্গীও তাঁর সঙ্গে যোগাযোগ করছে না। সৌমেনের আরও অভিযোগ, ইদানিং গার্গীর মা ও ভাই তাঁকে হুমকি দিয়ে আসছিল। ফলে তিনি থানায় অভিযোগ দায়ের করেছে তিনি। প্রেমিকা গার্গী দাসের মা জানান, ‘সৌমেন বাজে ছেলে। তাঁর মেয়েকে ফুসলিয়ে নিয়ে রেজিস্ট্রি করেছিল। মেয়ের সঙ্গে কোন রকম সম্পর্ক নেই সৌমেনের’। অপরদিকে, সৌমেনের দাবি তার ভালবাসার না ফিরিয়ে দিলে লাগাতার ধর্না চালিয়ে যাবে । এখন দেখার সৌমেনের আর্জিতে গার্গী সাড়া দেয় কিনা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন