নিজস্ব সংবাদদাতা : সাধারণতন্ত্র দিবসের ইতিহাসে এই প্রথম অংশ নিচ্ছে রাফাল যুদ্ধবিমান।একলব্য ও ব্রহ্মাস্ত্র নামের দুটি আলাদা ফর্মেশনের রাফাল যোগ দিচ্ছে অনুষ্ঠানে। ভারতীয় বায়ুসেনার মুখপাত্র উইং কমান্ডার ইন্দ্রনীল নন্দী জানিয়েছেন মিক্সড ফর্মেশনের রাফায়েলকে সামনে আনা হচ্ছে। থাকছে দুটি জাগুয়ার, দুটি মিগ ২৯। সেনা সূত্রে খবর ভার্টিকাল চার্লি পজিশনে রাফায়েল আনা হবে।সব মিলিয়ে মোট ৩৮টি যুদ্ধ বিমান যোগ দেবে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে। ফরাসি সংস্থা ড্যাসল্ট এভিয়েশনের সঙ্গে ৩৬ টি রাফায়েল যুদ্ধবিমান কেনার চুক্তি আগেই করেছে ভারত। প্রায় চার বছর আগে হওয়া সেই চুক্তির মধ্যে এই মুহূর্তে ভারতে এসে পৌঁছে গিয়েছে ১১টি যুদ্ধবিমান। সংস্থার তরফে জানানো হয়েছে, প্রতি ২ মাস অন্তর তিন থেকে চারটি রাফায়েল ভারতে পাঠাবে তারা। কিন্তু ভারতের সঙ্গে নতুন চুক্তি করতে চাইছে ফরাসি সরকার। সূত্রের খবর, ফরাসি রাষ্ট্রপতির কূটনৈতিক বিশেষজ্ঞ ইমানুয়েল কিছুদিনের মধ্যেই ভারতে আসতে চলেছেন। সম্ভবত ভারত সরকারের কাছে তখন এই প্রস্তাব রাখা হবে।নাগপুরের কাছে রাফায়েল বিমানের কিছু যন্ত্রাংশ তৈরির বরাত পেয়েছে একটি ভারতীয় সংস্থা। ১১৪ টি বিমানের টেন্ডার ডাকা হয়েছে। সেখানে রাফায়েল ছাড়াও রুশ,মার্কিন এবং সুইডিশ যুদ্ধবিমান সংস্থা নিজেদের সেরা ফাইটার নিয়ে উপস্থিত। তবে ভারত চাইছে আগে ৩৬ টি রাফায়েল ভারতে আসুক, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে।
Report by web desk
Reported on – 19/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল