নিজস্ব সংবাদদাতা : সাধারণতন্ত্র দিবসের দিন ‘প্যারেড’ করার সিদ্ধান্ত থেকে সরে আসেনি কৃষক সংগঠনগুলো। এবার তাদের তরফে জানানো হল, সম্পূর্ণ শান্তিপূর্ণ মিছিল হবে ২৬ জানুয়ারি। প্রতিটি ট্রাক্টরে লাগানো থাকবে তেরঙা। প্রায় ৪০টি কৃষক সংগঠনের মিলিত রূপ সংযুক্ত কিসান মোর্চার তরফে সাংবাদিক সম্মেলনে জানানো হল, প্রতিবাদস্বরূপ এই মিছিল কোনওভাবেই সমস্যা করবে না সরকারি প্যারেডে। প্রায় ৫০ কিমি দূরত্ব অতিক্রম করা ট্রাক্টর প্যারেড হবে একেবারেই শান্তিপূর্ণ। প্রতিটি ট্রাক্টর বহন করবে জাতীয় পতাকা। আপাতত এই ক’দিন চলবে মহড়া। এদিকে সুপ্রিম কোর্টের প্রস্তাবিত চার সদস্যের কমিটি থেকে নাম তুলে নিতে চেয়েছিলেন ভূপেন্দ্র সিং মান। এই অনুরোধ খতিয়ে দেখবে তিন সদস্যের এক দায়রা আদালত। কৃষকদের ট্রাক্টর মিছিল আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সমস্যার সৃষ্টি করতে পারে, সুপ্রিম কোর্টে এ সংক্রান্ত এক আবেদন দাখিল করেছে দিল্লি পুলিশ। তাদের তরফে রাজধানীর বিভিন্ন জায়গার খলিস্তানি পোস্টার তুলে ধরা হয়েছে। এদিকে কৃষক আন্দোলনের নেতা-সমর্থকদের তলব করছে এনআইএ। কেন্দ্রকে ঠিক এভাষাতেই আক্রমন করলেন বিজেপির প্রাক্তন জোটসঙ্গী শিরোমণি অকালি দলের প্রধান সুখবীর সিং বাদল। ট্যুইটারে তার অভিযোগ, ‘কৃষক আন্দোলনের নেতা-সমর্থকদের তলব করছে এনআইএ। কৃষকদের ভয় দেখানোর চেষ্টা চলছে। বিজেপির এই পদক্ষেপের তীব্র নিন্দা করছি। কৃষকরা কেউ দেশবিরোধী হয়। ন’দফা আলোচনা চালিয়েও কৃষি আইন নিয়ে সম্স্যার জট খুলতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। তাই এবার কৃষকদের ভয় দেখানোর চেষ্টা চলছে।’ দীর্ঘদিন ধরে চলতে থাকা এই আন্দোলন, একাধিকবার পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, আন্দোলনের জেরে কৃষকদের মৃত্যু এবং সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ- সব মিলিয়ে কেন্দ্র যে এখন দুর্বল হয়ে পড়েছে, এটা তারই লক্ষণ, বলছেন কৃষক নেতা বলদেব সিং সিরসা এবং মনজিত সিং রাই। সিরসাকেও তলব করেছিল এনআইএ।
Tag: Farmers will hold
Report by web desk
Reported on – 18/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল