নিজস্ব সংবাদদাতা : গদিতে বসার আগেই দুর্ঘটনার কবলে আমেরিকার নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। প্রিয় কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে চিড় ধরল ৭৮ বছরের বাইডেনের । ২০১৮ সালে ‘মেজর’-কে পরিবারের সদস্য করে নিয়েছিলেন বাইডেন দম্পতি। তাঁদের আরও একটি কুকুর রয়েছে। নাম চ্যাম্প। ২০০৮ সালে নির্বাচনের পর তাঁকে দত্তক নেন বাইডেনরা। দু’জনেই জানুয়ারি মাসে হোয়াইট হাউস যাবে। মার্কিন প্রেসিডেন্ট -এর অফিসের তরফে জানানো হয়েছে, কুকুরের সঙ্গে খেলতে গিয়ে পায়ে সামান্য চোট পান বাইডেন । এক্সরেতে প্রথমে সেরকম কিছু ধরা পড়েনি। পরে সিটি স্ক্যানে দেখা যায় তাঁর ডান পায়ের পাতায় হালকা চিড় ধরেছে। আপাতত তাঁকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিত্সক। আগামী কয়েক দিন বিশেষ ধরনের জুতো পরতে হবে তাঁকে। চিকিত্সককে দেখিয়ে যদিও পায়ে হেঁটেই বেরিয়ে আসেন বাইডেন। কোনও লাঠি বা ক্রাচের প্রয়োজন হয়নি। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইট করে নতুন প্রেসিডেন্টের দ্রুত আরোগ্য কামনা করেছেন।টুইটারে লিখেছেন, ‘বাইডেন, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন’।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল