নিজস্ব সংবাদদাতা : প্রকাশ্যে রাস্তায় দিনেদুপুরে অভিনব কায়দায় ছিনতাই। ঘটনাটি ঘটেছে হাওড়ার শিবপুর থানার সন্ধ্যাবাজার এলাকার শ্রী অ্যাপার্টমেন্টের একটি বেসরকারি ব্যাঙ্কের সামনে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। জানা গিয়েছে, একজন পথচলতি বৃদ্ধার কাছে সাহায্য চেয়ে তাঁর সর্বস্ব হাতিয়ে নিয়ে পালায় দুই যুবক। বৃদ্ধার গলার সোনার চেন, হাতের বালা ও তিনটি আংটি নিয়ে পালায় তারা।
প্রায় ২ লক্ষ টাকার গহনা লোপাট গিয়েছে বলে দাবি বৃদ্ধার ছেলের। এই ঘটনার প্রসঙ্গে বৃদ্ধার ছেলে হেমন্ত কুমার শর্মা জানান, মা হাওড়া ময়দান থেকে সন্ধ্যাবাজারের দিকে যাচ্ছিলেন। পথে রাস্তায় আলাপ জমিয়ে মায়ের কাছে কিছু সাহায্য চাওয়ার নাম করে এক ছিনতাইকারী গল্প ফাঁদে। এরপর সেখানে চলে আসে তার আরও এক সঙ্গী। তারপর দুজনে মিলে ভুল বুঝিয়ে মায়ের সব সোনার গয়না হাতিয়ে নিয়ে চম্পট দেয়। ঘুরে আসছি বলে এরা মাকে অপেক্ষা করতে বলে ওই এলাকায়। দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ওই যুবকেরা সেখানে ফিরে না আসায় মা আমাকে ফোন করে ডাকেন। ইতিমধ্যে শিবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন প্রতারিত বাসন্তী দেবী শর্মা। এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। তাঁরা জানিয়েছেন, সিসিটিভির ফুটেজ পরীক্ষা করে দেখা হচ্ছে।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার