মার্চ 23, 2023

Disha Shakti News

New Hopes New Visions

সিআইডি-র জালে ভুয়ো আইএস অফিসার, কয়েক কোটির প্রতারণা

ভুয়ো আইএস অফিসারের পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে ঠাকুরপুকর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। পুলিস সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম অরূপ নন্দী। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জায়গাতে ফ্ল্যাট, জমি, মদের দোকানের লাইসেন্স পাইয়ে দেওয়ার নাম করে কয়েক কোটি টাকা আত্মসাৎ করার অভিযোগ রয়েছে ওই ব্যক্তির বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তিকে খুঁজে চলেছিলেন গোয়েন্দা বিভাগ। দুর্গাপুরের এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে অবশেষে ঠাকুরপুকর থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। সূত্রের খবর, ২০১৩ সাল থেকে এই জালিয়াতির কাজ চালাচ্ছিলেন অরূপ নন্দী। রাজ্যের রাজ্যের বিভিন্ন প্রভাবশালীদের নাম প্রায় সবসময় লেগে থাকত ধৃতের মুখে। নীল বাতি লাগানো গাড়িও ব্যবহার করতেন তিনি, ফলে যিনি প্রতারিত হচ্ছেন তিনি সন্দেহও করতে পারতেন না। এছাড়াও সঙ্গে থাকত ঐ ভুয়ো পরিচয়পত্র। কখনও রাজা নন্দী, কখনও বা অন্য নামে তিনি নিজের পরিচয় দিতেন বলেই জানতে পেরেছেন গোয়েন্দারা। ধৃত ওই ব্যক্তিকে আগামিকাল দুর্গাপুর আদালতে তোলা হবে বলে জানা গিয়েছে।

Share this News
error: Content is protected !!