মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

সিনেমা হলে থাকছে শারদ সেল :১১ টাকায় টিকিট

চৈত্র সেলে সকল এই অপেক্ষায় থাকি বিশেষ ছার এ সমোগৃহি কিনবো বলে কিন্তু আজকাল আর করোনা আবহে থাকছে সিনেমা হল এ শারদ সেল । তা বিষয় টা আসলে কী?
মার্চ থেকে অক্টোবর, করোনার চোখরাঙানিতে টানা ৮ মাস বন্ধ সিনেমা হল। অনেক বিধিনিষেধ আরোপের পর অবশেষে শাসন শিথিল। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে রাজ্যের প্রেক্ষাগৃহ। যাবতীয় পুজো রিলিজ ২১ অক্টোবর অর্থাৎ মহা পঞ্চমীতে। নিরাপত্তার ঘেরাটোপ ছাড়াও তাই দর্শক টানতে টিকিটেও লাগামছাড়া ছাড় সপ্তাহ শেষে।

প্রযোজনা সংস্থা এসভিএফ ১৬ অক্টোবর থেকে তাদের ৯টি মাল্টিপ্লেক্সে ১৬টি স্ক্রিনে দেখাচ্ছে ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘প্রফেশর শঙ্কু’, ‘দাবাং ৩’, ‘ছিঁচোড়ে’, ‘মিশন মঙ্গল’ এবং ‘গুমনামি’। এই সিনেমাগুলোর টিকিটের দাম মাথাপিছু ১১ টাকা।

এছাড়াও নিয়মিত থাকছে থার্মাল চেকিং, স্যানিটাইজেশন। থাকছে ‘বায়ো বাবল’-এর নিরাপদ সুবিধা ও, যাকিনা টানা ৯০ দিন দর্শকদের দেবে অ্যান্টি মাইক্রোবিয়াল সুরক্ষা।
তাহলে দেরি না করে চট পট তৈরী রাখুন নিজেকে সিনেমার শারদ সেল এর জন্যে ।

Report by
Reported on – 17-October-2020

Share this News
error: Content is protected !!