নিজস্ব সংবাদদাতা : একুশের নির্বাচনকে পাখির চোখ করে এগোচ্ছে সমস্ত রাজনৈতিক দল। বিজেপি , তৃণমূল, বামেরা যে যার নিজের মত করে ঘুটি সাজাতে ব্যস্ত রয়েছে। একদিকে যেমন চলছে দল গঠনের পালা, তেমনি অন্যদিকে চলছে এক দল ভেঙ্গে অন্য শিবিরে নাম লেখানোর হিড়িক। ফের সিপিএম ভেঙে বিজেপিতে যোগদান। রাজ্য ও কেন্দ্রের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দিলেন বামেদের জনপ্রিয় কাউন্সিলর রিঙ্কু নস্কর। যা একুশের বিধানসভা নির্বাচনের আগে খুব তাত্পর্যপূর্ণ। একসময় নকশাল আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন সিপিএম কাউন্সিলর রিঙ্কু নস্করের স্বামী মানস মুখোপাধ্যায়। তবে কিছুদিন আগে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মানস মুখোপাধ্যায়। এবার সেই পথে হেঁটে রিঙ্কু নস্করও নাম লেখালেন বিজেপিতে। জয় শ্রীরাম ধ্বনি দিয়ে তাঁর সঙ্গে বিজেপিতে যোগ দিলেন সিপিএমের আরও অনেক কর্মী-সমর্থক। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ রিঙ্কুর হাতে দলীয় পতাকা তুলে দেন। ২০১৪-র লোকসভায় তৃণমূলের প্রবীণ নেতা চৌধুরী মোহন জাটুয়ার কাছে হেরে গিয়েছিলেন রিঙ্কু। পরের বছর অর্থাত্ ২০১৫ সালে রিঙ্কুকে কলকাতা কর্পোরেশনের ১০২ নম্বর ওয়ার্ডে প্রার্থী করেছিল সিপিএম। সেবার অবশ্য জিতেছিলেন রিঙ্কু। কমিউনিস্ট পার্টি থেকে সোজা বিজেপি? সংবাদমাধ্যমের এই প্রশ্নের জবাবে সিপিএম নেতাদের একহাত দিয়ে রিঙ্কু নস্কর বলেন, “সিপিএমে এখন কোনও নেতৃত্ব নেই। যাদের উপর ভরসা করে রাজনীতির লড়াইয়ের ময়দানে নামা যায়। নীতি-আদর্শ বলেও কিছু নেই। আগামী দিনে সিপিএম ছেড়ে আরও নেতা-কর্মীরা বিজেপিতে যোগ দেবেন। শুধু সময়ের অপেক্ষা।”
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন