নিজস্ব সংবাদদাতা : উত্তর-পূর্ব সিরিয়ার তুরস্কের সীমান্তবর্তী শহরের রাস-অল-এইন চেকিং পয়েন্টে গাড়ি বোমায় ২ জন নাগরিক ও তিনজন তুরস্কের সেনা সহ ১৬ জন নিহত হয়েছেন। পর্যবেক্ষণকারীরা জানিয়েছেন যে , নিহতদের মধ্যে রয়েছেন স্থানীয় সুরক্ষা বাহিনী বা তুরস্ক-সমর্থিত চেক পয়েন্ট পরিচলনা করেন এমন সদস্য, যাঁরা এই চেক পোস্টের দায়িত্বে ছিলেন। প্রসঙ্গত, গত বছর তুরস্কের বাহিনী ও তাদের সিরিয়ান প্রতিনিধিরা সিরিয়া সীমান্তের মধ্যে থাকা রাস-অল-এইন থেকে তাল আবেয়াদ পর্যন্ত দীর্ঘ প্রসারিত ১২০ কিমি জমি কুর্দিশ বাহিনীর থেকে দখল করে নেয়। তবে রাশ অল-এইনে এই ধরনের বিস্ফোরণ সাধারণ ঘটনা। এ বছরের জুলাইতে সবজি বাজারে মোটর বাইকে বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে আটজন নিহত হন, যার মধ্যে ৬ জন সাধারণ নাগরিক ছিলেন। কুর্দিশ-নেতৃত্বাধীন পিপলস প্রোটেকশন ইউনিট (ওয়াইপিজি), যার কাছ থেকে তুরস্ক এবং তাদের মিত্ররা এই অঞ্চলটি দখল করেছিল, তারা সিরিয়ায় ইসলামিক স্টেট জিহাদি গ্রুপের বিরুদ্ধে মার্কিন-সমর্থিত লড়াইয়ে মূল ভূমিকা পালন করছে।অন্যদিকে সিরিয়ায় মার্কিন এয়ারস্ট্রাইকে মারা গিয়েছে আল-কায়েদার ৭ শীর্ষ নেতা। মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র মেজর বেথ রিওর্ডান বলেন, ইদলিবে ওই এয়ার স্ট্রাইক করা হয়েছে। এয়ারস্ট্রাইকে ওই সাত জঙ্গি নেতা খতম হয়েছে বলে দাবি করলেও, তাদের নাম এখনও স্পষ্ট ভাবে জানতে পারেনি ওয়াশিংটন। ওয়াশিংটনের দাবি, এই সাত আল-কায়েদার নেতার মৃত্যু খুই তাত্পর্যপূর্ণ। এর ফলে মধ্য প্রাচ্যে জঙ্গি হামলার ঘটনা কমবে বলেই মনে করা হচ্ছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল