নিজস্ব সংবাদদাতা : ‘এই দিওয়ালিতে আমাদের আরও প্রদীপ জ্বালাতে হবে কারণ সেই সব সেনা জাওয়ানদের স্যালুট, যাঁরা নির্ভীকভাবে আমাদের দেশকে রক্ষা করে চলেছেন। কোনও শব্দই যথেষ্ট নয় তাঁদের উদাহরণযোগ্য সাহসকে বর্ণনা করার জন্য। যাঁদের পরিবারের সদস্যরা এই কাজ করেন তাঁদের জন্য কৃতজ্ঞ।’ দিওয়ালির আগে সীমান্তের জওয়ানদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে দেশবাসীকে এই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ১৪ নভেম্বর দেশজুড়ে পালন করা হচ্ছে দিওয়ালি।সারা দেশ যখন মেতে ওঠে আলোর উত্সবে, নিজেদের জীবন বিপন্ন করে দেশবাসীদের পাহারা দেন জওয়ানেরা। তাই একটি দিন নরেন্দ্র মোদি তাঁদের জন্য তুলে রাখেন। একসঙ্গে সময় কাটান। মিষ্টিমুখ করান। খাওয়াদাওয়া সারেন সবার সঙ্গে। গতবছর প্রধানমন্ত্রী জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলার সীমান্তরেখায় যান এবং সেনা বাহিনীর সঙ্গে দিওয়ালি উদযাপন করেন।এর আগে ২০১৮ সালে মোদি উত্তরাখণ্ডের সীমান্তে গিয়েছিলেন সেনাদের সঙ্গে দেখা করতে। এছাড়াও ২০১৭ সালে প্রধানমন্ত্রী উত্তর কাশ্মীরের গুরেজ সেক্টরে নিয়োজিত সেনাদের সঙ্গে দিওয়ালি পালন করেন। ২০১৫ সালে তিনি পাঞ্জাব সীমান্তে দিওয়ালি উদযাপন করতে গিয়েছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি ভারতের প্রথম প্রধানমন্ত্রী হওয়ার পর সিয়াচেনে সেনাদের সঙ্গে তাঁর প্রথম দিওয়ালি পালন করতে গিয়েছিলেন।এ বছরও ব্যতিক্রম হচ্ছে না। শনিবার রাজস্থানের জয়সালমীরে সেনাদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন মোদি।চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত প্রধানমন্ত্রীর এই সফরে যোগ দিতে পারেন।
Tag: The Prime Minister’s request to light lamps for the soldiers at the border cat: desh
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল