নিজস্ব সংবাদদাতা : সুদীপ্ত সেনের লেখা চিঠির তদন্ত চেয়ে সিবিআইয়ের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, সুদীপ্তর চিঠি উদ্দেশ্যপ্রণোদিত। কিছুদিন আগেই আলিপুর জেলে বন্দি সারদা কর্তা সুদীপ্ত সেন এক চিঠিতে জানান শুভেন্দু অধিকারী , বিমান বসু , সুজন চক্রবর্তী সহ একাধিক রাজনৈতিক নেতা তাঁর থেকে কয়েক কোটি টাকা নিয়েছেন। চিঠিতে সুদীপ্ত সেন উল্লেখ করেছেন বিধানসভার বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীকে তিনি ৯ কোটি টাকা দিয়েছেন। শুভেন্দু অধিকারী এবং কংগ্রেসের অধীর চৌধুরীকে দিয়েছেন ৬ কোটি করে। এরই পাশাপাশি বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুকেও নাকি তিনি ২ কোটি টাকা দিয়েছেন। এছাড়াও মুকুল রায়কে কত টাকা দিয়েছেন, তা তিনি মনে করতে পারছেন না বলে নাকি সুদীপ্ত সেন ওই চিঠিতে নাকি জানিয়েছেন। গত ৯ ডিসেম্বর লেখা চিঠিতে শুভেন্দু লিখেছেন, বর্তমানে সুপ্রিম কোর্টের নির্দেশে সারদা মামলার তদন্ত চলছে। কিন্তু সেই তদন্তে হস্তক্ষেপ করার চেষ্টা হচ্ছে। চিঠিতে শুভেন্দু ‘প্রভাবশালী’ কথার উল্লেখ করলেও, এই প্রভাবশালী কারা তা তিনি লেখেননি।সিবিআই ডিরেক্টরকে লেখা চিঠিতে শুভেন্দুর অভিযোগ, তাঁর মন্ত্রীসভা থেকে ইস্তফা দেওয়ার পরেই সুদীপ্ত সেনের ওই চিঠি সামনে আসে এবং তা সংবাদমাধ্যমের হাতে পৌঁছে যায়। অতিপ্রভাবশালীরাই জেল কর্তৃপক্ষের সঙ্গে মিলে সুদীপ্ত সেনকে দিয়ে ওই চিঠি লিখিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে সুদীপ্ত সেনের এই চিঠি লেখার বিষয়টি খতিয়ে দেখতে আবেদন করেছেন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী।
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল