নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজো বাঙালির জীবনে ধর্মীয় বেড়াজালে কোনদিনই বাধা ছিল না। সেটা উত্সব। আর তাতে যোগদান করেন সমস্ত ধর্মের, বর্ণের মানুষ। এটাই বাংলার ঐতিহ্য। আর সমালোচকদের মুখ বন্ধ করে সে কথাই আবার প্রমাণ করলেন নুসরত-সৃজিতরা।স্বামী নিখিল জৈনের সঙ্গে শনিবার মহাষ্টমীর পুজোয় সুরুচি সংঘে হাজির হন সাংসদ -অভিনেত্রী নুসরত জাহান । লাল পাড় শাড়িতে সেজে, মুখে মাস্ক পরে প্যান্ডেলে হাজির হন নুসরত। প্রথম বছর স্ত্রী মিথিলাকে নিয়ে সুরুচি সংঘে পুষ্পাঞ্জলি দিলেন চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। ঢাক বাজবে আর বাঙালি কোমর দোলাবেন না তা কি হয়? পুজো মণ্ডপে ঢাকিদের সঙ্গেই ঢাক বাজালেন মন্ত্রী অরূপ বিশ্বাস, সৃজিত মুখোপাধ্যায় এবং নিখিল জৈন। আর সেই তালে পা মেলান নুসরত, মিথিলা-সহ সুরুচি সংঘের সদস্যরা। সব মিলিয়ে মহাষ্টমী সকালটা জমজমাট সুরুচি সংঘের পুজোয়।রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো বলেই পরিচিত সুরুচি সংঘের পুজো। দস্তুর মতো হাতে স্যানিটাইজার দিয়ে তারপর অঞ্জলি দেন চারজনে।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত