‘মরে গেলেও বিজেপিতে যাব না।’ হাওড়ায় অরূপ রায়ের নেতৃত্বে মিছিলে যোগ দিয়ে নিজের রাজনৈতিক অবস্থান স্পষ্ট করলেন সাংসদ প্রসূন ব্যানার্জি। বৃহস্পতিবার হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হাওড়া ময়দান পর্যন্ত মিছিল করেছিল বিজেপি। সেই মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন দিলীপ ঘোষ ও অর্জুন সিং। এরপর রবিবার সেই একই রুটে অরূপ রায়ের নেতৃত্বে মিছিল করে তৃণমূল। রাজনৈতিক মহলের মতে, এদিন ছিল প্রকারান্তরে দলে অরূপ রায়ের শক্তি প্রদর্শন। আর সেই মিছিলেই এদিন পাশাপাশি হাঁটতে দেখা গেল অরূপ রায় ও প্রসূন ব্যানার্জিকে।
প্রসূন ব্যানার্জি বলেন, “আমি মরে গেলেও বিজেপিতে যাব না। আমি মোহনবাগানে খেলি। খিদিরপুরে খেলব কী করে?” পাশাপাশি একুশের বিধানসভা ভোটে তৃণমূল জিতবে বলেও এদিন জোর গলায় দাবি করেন প্রসূন ব্যানার্জি। বলেন, “চ্যালেঞ্জ দিচ্ছি বিজেপিকে। বিজেপি দিদির কাছে কোনওদিনও জিততে পারবে না।” প্রসঙ্গত, শুক্রবার দলের একাংশের বিরুদ্ধে তোপ দাগেন সাংসদ প্রসূন ব্যানার্জি। ক্ষোভ উগরে দেন। এরপরই শনিবার তড়িঘড়ি ‘বেসুরো’ সাংসদকে ফোন করেন সৌগত রায়। এক ফোনেই বরফ গলে। সৌগত রায়ের সঙ্গে মন খুলে কথা বলে ‘সুরে’ ফেরেন প্রসূন ব্যানার্জি ।
Report by web desk
Reported on – 18/01/2021
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত