নিজস্ব সংবাদদাতা : উত্তরপ্রদেশের আগ্রায় ঘটে গেলো এক নৃশংস হত্যাকাণ্ড। টিভির সেট টপ বক্স রিচার্জ করার নামে বাড়িতে ঢুকে এক দুষ্কৃতী গলা কেটে হত্যা করলো নিশা সিংঘল নামের এক চিকিৎসককে । মৃত চিকিত্সকের ৮ ও ৪ বছরের দুই সন্তান তখন পাশের ঘরে ছিল, তাদের ওপরেও ছুরি দিয়ে হামলা করে সে। নিশা সপরিবারে থাকতেন আগ্রার কমলানগরে। স্বামী অজয় সিংঘল, পেশায় সার্জন, তিনি ডিউটিতে ছিলেন। গতকাল দুপুর সাড়ে তিনটে নাগাদ টিভির সেট টপ বক্স রিচার্জ করার বাহানায় অভিযুক্ত শুভম পাঠক তাঁর বাড়ি ঢোকে। চিকিত্সকের গলা কাটার সময় তাঁর চিত্কারে ছুটে আসে নিশার ছেলেমেয়ে এমিশা ও অদ্বয়। তাদের গলাতেও ছুরি চালায় সে। এরপরেও অভিযুক্ত তাঁদের বাড়িতে এক ঘণ্টার বেশি ছিল। ততক্ষণে নিশার শরীর থেকে অনেকটা রক্ত বেরিয়ে গেছে । শুভম চলে যাওয়ার পর নিশা ওই অবস্থাতেই স্বামীকে ফোন করেন। বাড়ি ফিরে তিনি স্ত্রী-সন্তানদের হাসপাতালে নিয়ে যান, সেখানে নিশার মৃত্যু হয়। ছেলেমেয়েরা বিপদমুক্ত। শুভমকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয়েছে লুঠ করা টাকা, গয়না। পুলিশ জানিয়েছে, পেশায় কেবল অপারেটর শুভমের বাজারে ধার অনেক বেড়ে গিয়েছিল। তাই ভেবেচিন্তে ছক কষে এই ঘটনা ঘটিয়েছে সে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল