নিজস্ব সংবাদদাতা : একটি জনপ্রিয় বাংলা নিউজ চ্যানেলের ‘স্বর-গরম’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন দেবলীনা দত্ত। সেখানে আলোচনার শেষে প্রশ্নোত্তর পর্বে দেবলীনা বলেন, ‘আমি নিজে নিরামিশাষী কিন্তু গরু ও পাঁঠা ভালোই রান্না করতে পারি।’ দেবলীনার এই মন্তব্য থেকেই বিতর্কের ঝড় ওঠে। কেবল বিতর্ক নয়, কমেন্ট বক্স ভরে যায় অকথ্য, আপত্তিকর মন্তব্যে। এমনকী খুন ও ধর্ষণের হুমকিও দেওয়া হয় অভিনেত্রীকে। সোশ্যাল মিডিয়ায় গোটা ঘটনার বিবরণ দিয়ে একটি পোস্ট করেন দেবলীনার স্বামী তথাগত। বিবৃতির সঙ্গে সঙ্গে প্রায় সব মন্তব্যের স্ক্রিনশটও পোস্ট করেন তথাগত। দেবলীনার স্বামী হিসাবে এই ঘটনা কতটা বিব্রত করেছে বলতে গিয়ে অভিনেতা বললেন, ‘প্রথমেই আমার মনে হয়েছে, যারা এরকম মন্তব্য সোশ্যাল মিডিয়ায় করতে পারেন তাঁরা এই ধরনের চিন্তাই মনের মধ্যে লালন করেন। দেবলীনা কেবল একটা মুখ। সুযোগ পেলে তাঁরা তো তাঁদের পাড়ার মেয়েটিকেও ধর্ষণ করতে পারেন।’ এখানেই থামেননি তথাগত। বললেন, ‘খুব লক্ষ্যণীয়ভাবে, যাঁরা এইসব মন্তব্য করছে বেশিরভাগের প্রোফাইলে রয়েছে রাম, সীতা, শিব বা কৃষ্ণের ছবি। সেলিব্রিটি শেমিং-এর প্রবণতা রয়েছে, কিন্তু এই ঘটনা তার থেকেও অনেক কদর্য। একটা বিশেষ দলের লোকই এই ধরনের মন্তব্য করছে। আর সবচেয়ে ভয়ের, এদের অনেকেই বাংলার মানুষ নয়, কেউ দিল্লি, কেউ লখনউ, কেউ বা উত্তরপ্রদেশের বাসিন্দা। এরপর তো সাধারণ মানুষ ও সংবাদমাধ্যমের বাকস্বাধীনতাও প্রশ্নের মুখে পড়বে।’
Report by web desk
Reported on – 19/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড
নন্দনে চলছে ৪র্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব