নিজস্ব সংবাদদাতা : আচমকাই শারীরিক অবস্থার অবনতি হয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের। রক্তচাপ স্বাভাবিক করতে আলাদা সাপোর্ট দেওয়া হচ্ছে বর্ষীয়াণ অভিনেতাকে।করোনা রিপোর্ট পজিটিভ আসার পর থেকে বর্ষীয়ান অভিনেতা এক মাসের বেশি সময় ধরে বেলভিউ হাসপাতালে ভর্তি রয়েছেন। শুক্রবার তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাঁর মস্তিস্কের স্নায়বিক সমস্যা বেড়েছে। রক্তজমাট বেধেছে কি না, তা জানতে এ দিন সৌমিত্রর সিটি স্ক্যান করা হয়। ইউএসজিও করেছেন চিকিত্সকেরা। হৃদযন্ত্রও ভাল কাজ করছে না। ‘হার্ট রেট’ অনেকটাই বেড়ে গিয়েছে। তিনি এখন ভেন্টিলেশনে রয়েছেন। বাড়াতে হয়েছে অক্সিজেনের মাত্রাও। কিডনির সমস্যার কারণে বেশ কয়েকবার ডায়ালেসিস করতে হয়েছে। এ দিন কিডনির সমস্যা আরও প্রকট হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর, সৌমিত্রর প্লাজমা থেরাপির পর শারীরিক অবস্থা স্থিতিশীল হয়। তাঁর রক্তচাপ এবং রক্তের অন্যান্য মাত্রাও স্বাভাবিক ছিল। কোনও পার্শ্বপ্রতিক্রিয়াও দেখা যায়নি। কিন্তু এ দিন নতুন করে পরিস্থিতির অবনতি হয়। অভিনেতার কিডনি ঠিকমত কাজ করছে না বলে জানা গিয়েছে। মাল্টি অর্গান ফেলিওরের পথে সৌমিত্র! হাসপাতালের ডাক্তার অরিন্দম করের কথায়, আচমকা সৌমিত্র চট্টোপাধ্যায়ের শারীরিক অবস্থার কেন এতটা অবনতি হল, তা বোঝা যাচ্ছে না। যতদিন ধরে হাসপাতালে বর্ষীয়ান অভিনেতা ভর্তি রয়েছেন তার মধ্যে শুক্রবারের পরিস্থিতি সবচেয়ে খারাপ বলে মত চিকিত্সকদের। তবে এখনও লড়াই করে চলেছেন ‘অপু’
Tag: Doctors fear about Soumitra’s brain death cat: kol
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে