নিজস্ব সংবাদদাতা : এখনো সঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। আপাতত সম্পূর্ণ ভেন্টিলেশনে রয়েছেন অভিনেতা। রাতে চিকিত্সকরা জানিয়েছেন, অনেক চেষ্টা সত্ত্বেও শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছে না। চিকিত্সকদের সবচেয়ে উদ্বেগে রেখেছে তাঁর আচ্ছন্ন ভাব, যা কোনওভাবে কাটছে না। বেড়ে চলেছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। সম্পূর্ণ ভেন্টিলেশনেও তাঁর অক্সিজেন স্যাচুরেশন রয়েছে ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল সংক্রমণও রয়েছে তাঁর শরীরে। চিকিত্সকরা জানিয়েছেন, দুটো কিডনিই এবং স্নায়ু কাজ করছে না। দুটো কিডনিতেই সমস্যা দেখা দিয়েছে, যার ফলে মঙ্গলবার রাত থেকেই রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি শুরু হয়েছে অভিনেতার । কিডনি কাজ করা বন্ধ করে দিলেই এই থেরাপি করা হয়। শরীরে সোডিয়াম ও পটাশিয়ামের মাত্রার ফের তারতম্য ঘটেছে। বয়স এবং কো-মর্বিডিটি সৌমিত্রর চিকিত্সার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন চিকিত্সকরা। রক্তে হিমোগ্লোবিন এবং অনুচক্রিকার পরিমাণ কম থাকায় শুরু করা হয়েছে ব্লাড ট্রান্সফিউশন। মস্তিষ্কের স্নায়ুও প্রায় অচল। মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাত্ গ্লাসগো কোমা স্কেলে সূচক রয়েছে ৯-এর কাছাকাছি। যা আতঙ্ক বাড়িয়েছে চিকিত্সকদের। রক্তে প্লেটলেটের পরিমাণও একই রয়েছে। আগের থেকে স্থিতিশীল হলেও সঙ্কট এখনও কাটেনি। গত ৬ অক্টোবর কোভিড পজিটিভ হওয়ার পরই হাসপাতালে চিকিত্সাধীন অভিনেতা।একটানা ২২ দিন ধরে হাসপাতালে চিকিত্সাধীন তিনি । তার শারীরিক অবস্থার এই খবরে সকলেই বর্ষীয়ান অভিনেতার সুস্থতার কামনা করছেন।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত