সৌমিত্র চট্টোপাধ্যায় এমন একজন মানুষ, যিনি নিজের জন্মদিনও উদযাপন করেননি, কাজের মধ্যে দিয়েই জন্মদিন উদযাপন করেছেন। কিংবদন্তি অভিনেতার মৃত্যুর পর স্মৃতিচারণ পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের।
সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণের খবর পেয়ে শিবপ্রসাদ বলেন, ”বাংলা সিনেমা আজ অভিভাবকহীন হয়ে গেল। একটা বটগাছের মত ছিলেন। একটা অপূরণীয় ক্ষতি। উনি সবসময়ই কাজ করতে চাইতেন। যে মানুষটা নিজের জন্মদিনও উদযাপন করেননি, কাজের মধ্যে দিয়েই উনি জন্মদিন উদযাপন করেছেন। কোনও দিনটা যেন অলসতার মধ্যে দিয়ে না কাটে, সেটা খেয়াল রাখতেন। আমার কাছে সৌমিত্র চট্টোপাধ্যায় এমনই একজন মানুষ। কোনো রোগ, অসুস্থতা ওনাকে দমিয়ে রাখতে পারেননি। সেইটা আমাকে এই দীর্ঘসময় ধরে কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল, উনি এটা পছন্দ করতেন না।”
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন