নিজস্ব সংবাদদাতা : নিউ টাউনে স্কুল তৈরির জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে দেওয়া জমি ফিরিয়ে নিচ্ছে রাজ্য সরকার । অমিত শাহ ও রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের পর রাজ্য সরকারের এই সিদ্ধান্ত বেশ তাত্পর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। ২০১৩ সালে স্কুল তৈরির জন্য নিউ টাউনের জনবহুল অ্যাকশন এরিয়া ১-এ ২ একর জমি বরাদ্দ হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য। কিন্তু গত অগাস্ট মাসে সেই জমি ফেরত দিতে চেয়ে সরকারের কাছে আবেদন করেন তিনি। আবেদনে জানান, স্কুল তৈরির পরিকল্পনা তিনি বাতিল করেছেন। অগাস্ট থেকে ডিসেম্বর পর্যন্ত এই নিয়ে কোনও সিদ্ধান্ত নিতে পারেনি রাজ্য সরকার। সম্প্রতি রাজ্য মন্ত্রিসভা নিউটাউনের জমিটি ফেরতের প্রস্তাব অনুমোদন দিয়ে দিয়েছে। সৌরভের আবেদনের প্রেক্ষিতে ওই জমি ফিরিয়ে নিতে প্রক্রিয়া শুরু করতে হিডকোকে নির্দেশ দেওয়া হয়েছে। হিডকোর চেয়ারম্যান দেবাশিস সেন বলেন,”মন্ত্রিসভায় প্রস্তাবটি অনুমোদিত হয়েছে। সৌরভের অনুরোধ মেনে তাঁর জমিটি ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তাঁকে আমরা জমির দাম বাবদ প্রাপ্য টাকা দিয়ে জমি নিয়ে নেব।”
Report by জয়ন্ত চক্রবর্তী
Reported on – 01/01/2021
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির