নিজস্ব সংবাদদাতা : মঙ্গলবার সকালে উডল্যান্ড হাসপাতালে সৌরভকে দেখেন ডাক্তার শেঠী। আলোচনা করেন মেডিক্যাল বোর্ডের সঙ্গেও। তারপর সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, ‘সৌরভের হার্ট ভীষণ স্ট্রং। কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার পর ফের স্বাভাবিক কাজ করতে পারবেন বিসিসিআই সভাপতি। এক্সারসাইজ, খেলাধূলাও করতে পারবেন। কোনও সমস্যা হবে না।’ একই সঙ্গে উডল্যান্ড হাসপাতালে সৌরভকে যে চিকিত্সকরা দেখছেন তাঁদেরও ভূয়সী প্রশংসা করেন ডাক্তার শেঠী। তিনি বলেন, ‘হাসপাতালের সমস্ত চিকিত্সকরা দুরন্ত কাজ করেছেন। শনিবার থেকে এ পর্যন্ত যে ভাবে তাঁরা সৌরভের চিকিত্সা করেছেন এবং স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছেন, তা এক কথায় অভূতপূর্ব।’ এদিন ডাক্তার শেঠী বলেন, ‘আরও যে দুটি ব্লকেজ রয়েছে তাতে অ্যাঞ্জিয়োপ্লাস্টি করলে ভাল হয়। ওষুধের মাধ্যমেও রাখা যেতে পারে। তবে আমার মত, স্টেন্ট বসালে ভাল হবে। এ ব্যাপারে তাড়াহুড়ো নেই। সৌরভ এখন বিশ্রাম নেবেন কয়েক সপ্তাহ। তারপর ওঁর সঙ্গে আলোচনা করে চিকিত্সকরা সিদ্ধান্ত নেবেন।’সৌরভের সঙ্গে সাক্ষাত্ করার পাশাপাশি মহারাজের চিকিত্সার জন্য গঠন করা মেডিকেল বোর্ডের নয়জন চিকিত্সকদের সঙ্গে আলোচনা সারেন ডাক্তার শেঠী । সেই আলোচনাতেই সৌরভের বাকি দুই ব্লকড ধমনী নিয়ে মত বিনিময় হয় চিকিত্সকদের মধ্যে। তবে হাসপাতাল থেকে জানানো হয়েছে বাকি দুই ধমনীতে এখনই স্টেন্ট কিংবা বাইপাস সার্জারি করা হবে না। তাঁকে বুধবারই ডিসচার্জ করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। সৌরভের চিকিত্সার দায়িত্বে থাকা সেই ডাক্তার জানিয়েছেন, গতকাল রাতে ভাল ঘুম হয়েছে সৌরভের। ওঁকে সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন