নিজস্ব সংবাদদাতা : আইপিএল হোক বা অন্য কোন ফ্র্যাঞ্চাইজি লিগ শুরু হলেই বেআইনি জুয়ার কোটি টাকার লেনদেনের ঝোঁক বাড়ছে বহুগুণ। বিশ্বের বিভিন্ন ক্রিকেট খেলিয়ে দেশে যা একটা বড় সমস্যা। জুয়া খেলতে গিয়ে সব হারিয়ে আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। বিশ্বে যেসব বেটিং সংস্থাগুলো এই অনলাইন জুয়া পরিচালনা করে, সেগুলোর বেশ কয়েকটির ব্র্যান্ড অ্যাম্বাসেডর ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। এই ইস্যুতে জুয়ার মাধ্যমে ‘আত্মহত্যাতে প্ররোচনার’ অভিযোগে এবার এই দুই তারকাকে ভর্ত্সনার সম্মুখীন হতে হল।তাদের ভর্ত্সনা করল মাদ্রাজ হাইকোর্ট। ক্রমবর্ধমান আত্মহত্যার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে মাদ্রাজ আদালতের মাদুরাই বেঞ্চ।জানানো হয়েছে, যেভাবে কোহলি এবং সৌরভের জনপ্রিয়তার ওপর ভিত্তি করে অনলাইন বেটিং সংস্থাগুলি রমরমিয়ে ব্যবসা ফাদছে তা উদ্বেগজনক। অনলাইন বেটিং সংস্থার বিরুদ্ধে মাদ্রাজ হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবি মহম্মদ রিজভি। যাতে সৌরভ, কোহলি ছাড়াও রানা দুগ্গুবাতি, তামান্না ভাটিয়াদের নাম ও জড়ান হয়েছে। বিরাট বর্তমান ভারতীয় দলের অধিনায়ক আর সৌরভ যিনি ভারতের অন্যতম সফল অধিনায়ক তথা বর্তমান বিসিসিআইয়ের প্রেসিডেন্ট তাদের যে কোন কাজ সবসময় পাবলিক ডোমেনে থাকে। সৌরভ পরিচালিত ভারতীয় বোর্ডের কয়েকশো কোটি টাকার মেগা ইভেন্ট আইপিএল। যেখানে আরসিবি দলের অধিনায়ক বিরাট।কোটি কোটি মানুষের আইকন,প্যাশন তাঁরা। তাই তাঁদের অনলাইন জুয়ার বিজ্ঞাপনে দেখে অনেকেই প্রভাবিত হচ্ছেন বলে মনে করছে আদালত।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ