নিজস্ব সংবাদদাতা : শান্তিপুরের নতুনহাটের হরিজন শেঠ এলাকার বাসিন্দা দীপ হালদার বছর দেড়েক আগে ১৮ নম্বর ওয়ার্ডের রাজপুত পাড়ার বাসিন্দা টুম্পা হরিজনকে বিয়ে করে। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। টুম্পার আত্মীয়দের দাবি, দীপ বিয়ের কিছু দিনের মধ্যেই টুম্পাকে নতুন সংসার বাঁধার স্বপ্ন দেখিয়ে শিলিগুড়িতে তার দিদির বাড়িতে নিয়ে যায়। তাঁদের অভিযোগ, পেশায় বার ড্যান্সার দিদির সঙ্গে ছক কষে টাকার লোভে দীপ স্ত্রী টুম্পাকে বিক্রি করে দেয়। টুম্পার আত্মীয়দের আরও অভিযোগ, বিগত দেড় বছরের মধ্যে দীপ বহুবার শ্বশুরবাড়ি থেকে টাকা আদায় করেছে। টাকা না দিলে সে টুম্পার উপর শারীরিক এবং মানসিক নির্যাতন চালাতো বলেও অভিযোগ। টাকা না দিলে সে মেয়েকে বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছিল বলে দাবি টুম্পার বাড়ির লোকজনের। টুম্পার খুড়তুতো ভাই প্রণয় হরিজন বলেন ‘কয়েকদিন আগেও শিলিগুড়িতে তন্ন তন্ন করে খুঁজেছি বোনকে, শুনে এসেছি জামাই দীপ ওখানে চুরি করে জেল পর্যন্ত কেটেছে। আমার অনুমান বোনকে ও বিক্রি করেছে মোটা টাকায়’। টুম্পার পরিবার ঘনিষ্ঠ ইমরান খলিফা জানতে পারেন দীপ নতুনপাড়ায় নিজের বাড়িতে ফিরেছে।মেয়ের বাড়ির এলাকার লোকজন গিয়ে দীপকে ধরে নিয়ে আসে, জিজ্ঞাসাবাদ করার পর পুলিশ প্রশাসনের হাতে তাকে তুলে দেওয়া হয়।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন