নিজস্ব সংবাদদাতা : সব কিছু ঠিক্ঠাক থাকলে আগামী ১০ নভেম্বর ভূমিষ্ঠ হচ্ছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার সন্তান। আরসিবি ও রাজস্থানের ম্যাচে মাঠে দেখতে পাওয়া গিয়েছে অনুষ্কাকে । সেই একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । ছবিতে অনুষ্কার বেবি বাম্প ফুটে উঠেছে স্পষ্ট । সেই সময়েই স্ত্রী প্রেগন্যান্সি নিয়ে বড় বয়ান বিরাটের । রয়্যাল চ্যালেঞ্জারের সরকারি ইউটিউ চ্যানেলে একটি সাক্ষাত্কারে বিরাট নাকি জানিয়েছেন আগামী ১০ নভেম্বর তাঁদের সন্তান ভূমিষ্ঠ হচ্ছে । সেলিব্রিটি ফটোগ্রাফার বিরল ভয়ানি ইনস্টাগ্রামে বিরাট অনুষ্কার ছবি শেয়ার করে একথা জানিয়েছেন। তবে ২ মিনিটের মধ্যেই ইনস্টাগ্রাম থেকে সেই পোস্ট সরিয়েও দিয়েছেন । শেয়ার করার ২ মিনিটের মধ্যেই ১৬২৭ লাইক পড়েছিল ছবিতে । এখন অবশ্য বাকিটা জল্পনা। বলিউড অভিনেত্রী তথা ভারতীয় ক্রিকেটের ফাস্ট লেডি অনুষ্কা শর্মা সন্তান সম্ভবা হওয়ার পর থেকেই মাতৃত্বের প্রতিটি মুহূর্তই চরম ভাবে উপভোগ করছেন। সেখানে তাঁর স্বামী বিরাট কোহলি এই মুহূর্তে আইপিএল খেলতে দেশের বাইরে । এই সময়েও স্বামীর মনোবল বাড়াতে খেলার মাঠে দেখতে পাওয়া যাচ্ছে অনুষ্কাকে
New Hopes New Visions
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল