নিজস্ব সংবাদদাতা : এবার পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে প্রার্থী দেবে শিব সেনা। একথা জানালেন সঞ্জয় রাউত। ‘জয় বাংলা’ লিখে ট্যুইটারে করলেন সেই ঘোষণা। ট্যুইটারে সঞ্জয় রাউত লিখেছেন, ‘এমন একটি খবর বহু প্রতীক্ষিত। উদ্ধব ঠাকরের সঙ্গে আলোচনার পর শিবসেনা সিদ্ধান্ত নিয়েছে যে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন লড়বে। আমরা শীঘ্রই কলকাতা আসছি।’ সব শেষে লিখেছেন ‘জয় হিন্দ, জয় বাংলা! সূত্রের খবর ভোট প্রচারে বাংলায় আসতে পারেন খোদ উদ্ধব ঠাকরে। জানা গিয়েছে উত্তর এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে রাজ্যের ১০০টি বিধানসভা কেন্দ্রে প্রার্থী দিতে চলেছেন তাঁরা। উল্লেখ্য বিজেপির সঙ্গে আড়াই দশকের বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারে এবং মহারাষ্ট্রে শরিক ছিল শিবসেনা। তবে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী কে হবেন সেই ব্যাপারে মতভেদ হওয়ায় শিবসেনা ২০১৯ সালে বিজেপির সঙ্গ ছেড়ে কংগ্রেস এবং এনসিপিকে নিয়ে সরকার গঠন করে। সেইসঙ্গে কেন্দ্রের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয় শিবসেনা। দু’দলের বিরোধ চরম আকার নেয়। তাই বাংলার নির্বাচনে শিবসেনা যখন এত বেশি আসনে প্রার্থী দাঁড় করাতে চলেছে, সেটি বিশেষ তাত্পর্যপূর্ণ বিষয় বলে মনে করা হচ্ছে । রাজনৈতিক মহলের পর্যবেক্ষণ, মহারাষ্ট্রের জোট সরকারের সঙ্গে বিজেপির সম্পর্ক যতটা তেতো বিজেপির ততটায় ভালো মমতা বন্দ্যোপাধ্যায়ের। এনসিপি নেতা শরদ পাওয়ারের সঙ্গে রীতিমতো ফোনে কথাবার্তাও হয় মমতার। স্বাভাবিক ভাবে হাওয়ার প্রশ্নটা ঘুরছে, তাহলে কি কাঁটা দিয়ে কাঁটা তোলা? তাহলে কি বিজেপি রুখতেই শিবসেনা তাস? এর আগে বিহারেও বিধানসভা নির্বাচনে প্রার্থী দিয়েছিল শিবসেনা। কিন্তু খুব ভালো ফল হয়নি। তবে পশ্চিমবঙ্গের প্রেক্ষাপট অন্য। রাজনৈতিক মহলের মত, এ রাজ্যে মুসলিম ভোটার ২৭ শতাংশেরও বেশি। সেই ভোটের বড় অংশই এতদিন পেয়ে এসেছে তৃণমূল। এইবার আব্বাস সিদ্দিকি এবং আসাদুদ্দিন ওয়েইসির দল চাইছে সেই ব্যাঙ্কে ভাগ বসাতে। মুসলিম ভোট ভাগ নিয়ে যখন রাজনৈতিক মহলের জল্পনা, তখনই রাজ্যে পা রাখতে চলেছে শিবসেনা, যাদের মূল অ্যাজেন্ডাই হিন্দুত্ব-নির্ভর।
Report by web desk
Reported on – 18/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত