নিজস্ব সংবাদদাতা : বিজেপি সভাপতি জগত প্রকাশ নাড্ডার কনভয়ের ওপর হামলার ঘটনার যথাযথ তদন্ত করা হচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। তাই কেন্দ্রের তলবে দিল্লি যাচ্ছেন না মুখ্যসচিব-রাজ্য পুলিশের ডিজিপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবকে চিঠি দিয়ে সেকথা জানিয়ে দিলেন রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লাকে লেখা এক চিঠিতে রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ওই ঘটনায় ডায়মন্ড হারবার পুলিশ জেলার দুই থানায় তিনটি পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। এরই মধ্যে সাত জনকে গ্রেফতার করা হয়েছে। রাজ্যপালের রিপোর্ট হাতে পাওয়ার পরেই রাজ্য প্রশাসনের দুই শীর্ষ আমলাকে দিল্লিতে চিঠি দিয়ে ডেকে পাঠান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা। সেই সঙ্গে মুখ্যসচিবকে আলাদা একটি চিঠিও দেওয়া হয়। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিবের চিঠিতে জানানো হয়, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেড ক্যাটাগরির ব্যক্তির ওপর হামলা নিয়ে আলোচনার’ জন্য তাঁদের ডেকে পাঠানো হয়েছে। এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে দিল্লিতে তাঁদের হাজিরা থেকে অব্যাহতি দেওয়ার আর্জি জানানো হয়েছে। চিঠিতে মুখ্যসচিব লেখেন, ”আমরা তাঁর নিরাপত্তার যথাযথ ব্যবস্থা করেছিলাম। আধিকারিক-সহ ১৪৫ জন পুলিশ কর্মী ছিলেন জেপি নাড্ডার নিরাপত্তা বলয়ে। জেপি নাড্ডার নিরাপত্তার জন্য বুলেটপ্রুফ গাড়ি ও পাইলট কার দেওয়া হয়েছিল।” ফলে দিল্লিতে গিয়ে জবাবদিহি কোনও প্রয়োজন আছে বলে মনে করে না রাজ্য । মমতা বন্দোপাধ্যায়ের নির্দেশ মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লাকে চিঠি লিখে জবাব দেওয়ার পর যে কেন্দ্র -রাজ্য সংঘাত আরও বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। এখন দেখার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া অবস্থান নেওয়ার পর কেন্দ্রের তরফে কী অবস্থান নেওয়া হয়। রাজ্যের মুখ্যসচিবের চিঠর প্রত্যুত্তরে কেন্দ্র কী লেখে, তার দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
New Hopes New Visions
More Stories
বেহালায় সকাল সকাল দুয়ারে হাজির মেয়র
আগামীর রূপরেখার সূচনা করলো “বেহালা নাগরিক মঞ্চ”
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির