স্বাস্থ্যসাথী কার্ডে চিকিত্সা দিলে হাসপাতাল বা নার্সিংহোম সম্প্রসারণে বাড়তি সুবিধা দেবে কলকাতা পুরসভা । বিশেষ করে যে সমস্ত চিকিত্সা প্রতিষ্ঠান স্বাস্থ্যসাথীর জন্য পৃথক ওয়ার্ড নির্মাণ করবে তাদের বিল্ডিং নির্মাণে অতিরিক্ত ‘ফ্লোর এরিয়া’ মঞ্জুর করা হবে। শুক্রবার একথা জানিয়েছেন কলকাতা পুরসভার মুখ্যপ্রশাসক ও পুরমন্ত্রী ফিরহাদ হাকিম ।
তাঁর কথায়, ‘স্বাস্থ্যসাথী প্রকল্পে বেসরকারি হাসপাতালগুলির পরিষেবায় মদত দিতে নতুন ওয়ার্ড নির্মাণে সাহায্য করা হবে। বাণিজ্যিক এলাকায় যেমন বাংলায় কর্মসংস্থানের স্বার্থে বিল্ডিং আইন সংশোধন করে অতিরিক্ত ফ্লোর এরিয়া দেওয়া হচ্ছে। তেমনই স্বাস্থ্যসাথী ওয়ার্ড নির্মাণে বেসরকারি হাসপাতালের পাশে দাঁড়াতে একই আইন প্রয়োগ করা হচ্ছে।’ নয়া বাড়ি তৈরি হলে শুধু বেড বাড়বে তাই নয়, নতুন কর্মসংস্থানও হবে বলে মন্তব্য করেছেন পুরমন্ত্রী। কলকাতার পাশাপাশি জেলার পুরসভাকেও বিল্ডিং আইন সংশোধন করে একইভাবে স্বাস্থ্যসাথীর ওয়ার্ড গড়তে সাহায্যের নির্দেশ দেওয়া হচ্ছে।
Report by web desk
Reported on – 13/02/2021
New Hopes New Visions
More Stories
এবার শুভেন্দুর হাতিয়ার ‘জানুয়ারি’ তত্ত্ব
শক্তি দেবীর আরাধনায় পোর্ট ট্রাস্টে চাঁদের হাট
রাজ্য জুড়ে পালিত TMCP এর প্রতিষ্ঠা দিবস , কাল নেত্রীর বার্তার অপেক্ষায় ছাত্রযুবরা