নিজস্ব সংবাদদাতা : বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, উপাসনাগৃহ থেকে কালিসায়র মোড় পর্যন্ত রাস্তা বিশ্বভারতীর কাছ থেকে ফিরিয়ে নেবার সিধান্ত নিয়েছে রাজ্য সরকার। রাস্তা ফিরিয়ে নেবার প্রসঙ্গে তিনি আরও জানান, ‘রাস্তাটা যেহেতু পূর্ত দফতরের অধীনে ছিল, তাই ওটা জেলাশাসকের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু, বিশ্বভারতী আমাদের কাছে আবেদন করে রাস্তাটা নিয়েছিল। আজকে আমি এখানে আসার আগে ফাইলটা সই করে এসেছি, রাস্তাটা আমরা আবার ফেরত নিচ্ছি। তা হলে আশ্রমের যে সমস্যা, তা সমাধান হয়ে যাবে।এবার এই বিষয়ে মুখ খুললেন দিলীপ ঘোষ। মঙ্গলবার সকালে জগদ্দলে ‘চায়ে পে চর্চায়’ গিয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি। সেখান থেকেই রাস্তা ফেরত প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভাষায় আক্রমণ করে তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে নিজের জমিদারি মনে করেন। হরিশ চ্যাটার্জি স্ট্রিট তো দখল হয়ে ব্যানার্জি স্ট্রিট হয়ে গিয়েছে। বিশ্বখ্যাত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে ছেলেখেলা করছে এই সরকার। আমার মনে হয় শিক্ষাঙ্গনকে রাজনীতির বাইরে রাখা উচিত।’ এর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লোকসভার প্রচারে এসে ‘ভাইপো’-র পার্টি অফিস নিয়ে দখলের অভিযোগ তুলেছিলেন। বলেছিলেন, ‘ভাইপো তো রাস্তা দখল করে পার্টি অফিস বানিয়ে রেখেছেন। কেউ ভয়ে কিছু বলতে পারেন না। কিন্তু ভয়ের পরিবেশ বেশি দিন স্থায়ী হয় না, এটা যেন তাঁরা মনে রাখেন।’ বাম, কংগ্রেস, বিজেপি নেতাদের বক্তব্য, কেবল প্লটের মালিকানাই নয়। ওই রাস্তায় বহু পুরনো সম্পত্তি থেকে মানুষকে উচ্ছেদ করে সম্পত্তি দখল করেছে বন্দ্যোপাধ্যায় পরিবারের কেষ্ট-বিষ্টুরা। এদিন দিলীপবাবু সেটাই আর ও একবার উস্কে দিয়েছেন।
Report by রাহুল গুপ্ত
Reported on – 29/12/2020
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে