নিজস্ব সংবাদদাতা : ক্যানসার আক্রান্ত এক ব্যক্তিকে বেধড়ক মারধর করল এলাকার যুবকেরা। সেই সঙ্গে খুনের হুমকি দিয়ে শাসানো হল ওই ব্যক্তির স্ত্রী এবং মেয়েকে। বাড়ির সামনে মোটরবাইক সারানোর গ্যারাজ করতে বাধা দেওয়ার জেরে তার ওপর এই আক্রমণ বলে জানিয়েছেন হাওড়া থানার অন্তর্গত ১২ নম্বর বৈষ্ণব মল্লিক লেনের বাসিন্দা সুশান্ত রানা। সুশান্তবাবুর স্ত্রী অনন্যা রানার দাবি, ‘এলাকার কয়েক জন যুবক আমাদের বাড়ির সামনে জোর জরে বাইক সরানোর গ্যারেজ করতে চাইছে। এঁদের মূল পাণ্ডা হল বুড়ো দাস। কালী পুজোর সময় থেকেই এ নিয়ে ঝামেলা চলছে। রাতে বুড়ো তাঁর দলবল নিয়ে এসে মদ্যপ অবস্থায় হামলা চালায়। প্রথমে আমাদের বাড়ি লাগোয়া সাইবার ক্যাফেতে চড়াও হয়। তার পর আমাদের বাড়িতেও হামলা চলে।’ ঝুঁকি নিয়ে ঘটনার ছবি মোবাইল বন্দি করেন অনন্যা রানার মেয়ে। পরিবারের দাবি, অভিযুক্তদের মারধরে রাস্তায় পড়ে গিয়ে জখম হয়েছেন সুশান্তবাবু। তাঁকে জখম অবস্থায় হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। হাসপাতালের বেডে শুয়ে সুশান্তবাবু দাবি, অভিযুক্তরা তাঁদের খুনের হুমকি দিয়েছে।এই ঘটনার পর অভিযোগ দায়ের করা হয়েছে হাওড়া থানায়। এখনও কেউ গ্রেফতার না হওয়ায় উদ্বেগে গোটা পরিবার।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন