নিজস্ব সংবাদদাতা : দেশের মুকুটে আরো একটি পালক। এই প্রথমবার পর পর দু’জন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক হার্ভার্ডের ডিন পদে বসতে চলেছেন। নিতিন নোহরিয়ার পর হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদে এবার বসতে চলেছেন ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক শ্রীকান্ত দাতার। ১১২ বছরের ইতিহাসে শ্রীকান্ত দাতার হতে চলেছেন হার্ভার্ড বিজনেস স্কুলের ১১তম ডিন। প্রসঙ্গত, তাঁর আগে এই পদে ছিলেন আরও একজন কৃতি ভারতীয় বংশোদ্ভূত মার্কিনি নিতিন নোহরিয়া। এতদিন তিনি ছিলেন হার্ভার্ড বিজনেস স্কুলের ইউনিভার্সিটি আফেয়ার্স -এর সিনিয়র অ্যাসোসিয়েট ডিন। ২০২০ সালের জুন মাসে ডিন পদ থেকে তিনি অবসর গ্রহণের কথা জানান। ২০২১ সালের ১ জানুয়ারি থেকে হার্ভার্ড বিজনেস স্কুলের ডিন পদের দায়িত্ব নেবেন শ্রীকান্ত দাতার। পেশায় চার্টার্ড অ্যাকাউনট্যান্ট দাতার, ১৯৭৩ সালে বম্বে বিশ্ববিদ্যালয় থেকে ডিসটিংশন নিয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। আমেদাবাদ থেকে বিজনেস ম্যানেজমেন্ট পড়েন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্টে। স্ট্যানফর্ড বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে স্ট্যাটিসটিক্স, ১৯৮৪ সালে ইকোনমিক্স এবং ১৯৮৫ সালে বিজনেসে পিএইচডি করেন তিনি। হার্ভার্ড বিজনেস স্কুলের সভাপতি ল্যারি ব্যাকাউ দাতারের নিয়োগের কথা ঘোষণা করে জানান , ‘শ্রীকান্ত দাতার একজন ইনোভেটিভ এডুকেটর, প্রখ্যাত স্কলার এবং যথেষ্ট অভিজ্ঞতাপূর্ণ আকাডেমিক লিডার। বিজনেস শিক্ষার ভবিষ্যত সম্পর্কে তাঁর ভাবনাচিন্তাও যথেষ্ট সুদূরপ্রসারি এবং কার্যকরী। সম্প্রতি কোভিড-১৯ অতিমারির বিরুদ্ধে হার্ভার্ড বিজনেস স্কুলের ক্রিয়েটিভ রেসপন্সের ক্ষেত্রেও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তিনি।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল