নিজস্ব সংবাদদাতা : পশ্চিমবঙ্গে করোনার ভ্যাকসিন চলে এসেছে। সরকারি হাসপাতাল-পুরসভার স্বাস্থ্যকেন্দ্রের পাশাপাশি বেসরকারি হাসপাতাল থেকেও মিলবে কো-ভ্যাকসিন। তবে কবে থেকে এই ভ্যাকসিন মিলবে এমন কোনও তথ্য জানায়নি স্বাস্থ্য দফতর। সূত্রের খবর রাজ্য়ের ২৪ টি বেসরকারি হাসপাতালের প্রতিনিধিদের সঙ্গে ওই বৈঠক করা হয়েছে। কিন্তু সেই টিকার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে অনেকেরই শঙ্কা রয়েছে।আর তাই পুরসভার চিকিৎসকরা পুরসভার স্বাস্থ্যকেন্দ্র নয়, হাসপাতালে টিকা দেওয়ার আর্জি জানালেন। পুরসভার মুখ্য স্বাস্থ্য আধিকারিককে ইতিমধ্যেই কেএমসি ডক্টরস অ্যাসোসিয়েশনের চিঠি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ভাইরাস ও তার প্রতিরোধী টিকা নতুন স্বাভাবিকভাবেই তার পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে তেমন গবেষণা হয়নি। কেএমসি ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানস সোম বলেছেন, “আমরা চিকিত্সকরা টিকা নিতে ইচ্ছুক। কিন্তু ক্রিটিকাল কেয়ার আছে এমন কোনও হাসপাতালেই টিকা দিতে হবে।” অর্থাত্ তিনি চান কোনও চিকিত্সক আচমকা টিকা নিয়ে যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে যেন তাঁদের পর্যাপ্ত চিকিত্সাটুকু দেওয়া যায়। তবে পুর চিকিত্সকদের এহেন দাবিতে সাধারণের মনে কী প্রভাব পড়বে, ভরসা হারাবে না তো বলে আশঙ্কা রাজনৈতিক মহলে। কলকাতা পুরসভা একই দিনে শহরের ১৪৪টি ওয়ার্ডেই করোনার ভ্যাকসিন দেওয়া শুরু করবে।৬ জানুয়ারি কলকাতা পুরসভার এই সংক্রান্ত বিশেষ বৈঠক হয়। মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌমিত্র ঘোষ প্রত্যেকটি হেলথ ইউনিটের দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে বৈঠক করেন।সেই সঙ্গে নবান্নের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরসভার বিভিন্ন বিভাগের দায়িত্বপ্রাপ্তদের বৈঠক হয়।এই বিষয়ে কলকাতা পুরসভা একটি টাস্কফোর্স তৈরি করেছে বলেও জানা গিয়েছে।
Report by web desk
Reported on – 14/01/2021
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত