মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

হাসপাতাল থেকে বেরিয়ে রাজ্যবাসীকে সতর্ক করলেন জয় ব্যানার্জি


নিজস্ব সংবাদদাতা : কোভিড-১৯ থেকে সেরে উঠে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর রাজ্যবাসীকে সতর্ক করলেন বিজেপি নেতা তথা বাংলা সিনেমার প্রাক্তন নায়ক জয় ব্যানার্জি । বাড়ি ফেরার আগে এক ভিডিও বার্তায় বাংলার সমস্ত মানুষকে সতর্ক করেছেন এই রোগ সম্পর্কে। তিনি বলেছেন, ‘কারও প্ররোচনায় ঠাকুর দেখতে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবেন না। আমরা হয়ত সারা বছর শারোদত্সবের জন্য অপেক্ষা করে থাকি। কিন্তু একবছর ঠাকুর না দেখলে কিছু ক্ষতি হবে না। যারা এইসময় কিছু রোজগার করেন, তাদের ক্ষতি মেনে নিয়েও জয়ের অনুরোধ, এই সময় সতর্ক না হলে জীবন চলে যেতে পারে। তাই সবাই মাস্ক পরুন । স্যানিটাইজার ব্যবহার করুন । ভিড় এড়িয়ে চলুন । জয় বলেছেন, এই রোগ সম্পর্কে কেউ কিছু জানে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিছু এক্সপেরিমেন্টাল ড্রাগ নিয়ে এসেছে চিকিত্সার জন্য। এই রোগ কোথা থেকে এসেছে, তাও কেউ জানে না। তিনি জানান, তাঁকে এখন বাড়ি গিয়ে ২০ দিন হোম আইসোলেশনে থাকতে হবে। বিভিন্ন টেস্ট হবে, তখনই জানা যাবে করোনাভাইরাসের জন্য তাঁর অন্য কোনও অঙ্গের ক্ষতি হয়েছে কি না। জয় বলেন, তাঁর এমনিতেই ফুসফুসের রোগ ছিল। তাঁকে তাই অক্সিজেন নিতে হয়েছে। নিতে হয়েছে কড়া স্টেরয়েড। তাই বর্তমানে তাঁর ব্লাড সুগার অনেক বেড়ে গেছে।

Share this News
error: Content is protected !!