নিজস্ব সংবাদদাতা : ফের একবার পয়েন্ট নষ্ট করল এটিকে মোহনবাগান। হায়দ্রাবাদ এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল তারা। আগের ম্যাচে জামশেদপুরের কাছে হেরেছিল হাবাসের দল। তারপরের ম্যাচেও পুরো পয়েন্ট ঘরে তুলতে ব্যর্থ। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে দুরন্ত গোল করে মনবীর সিং এগিয়ে দিয়েছিলেন এটিকে মোহনবাগানকে। তবে কিছুক্ষণ পরেই সেই গোল শোধ করে দেয় হায়দ্রাবাদ । টুর্নামেন্টের প্রথম ম্যাচ থেকেই যে ক’টি গোল করেছিল এটিকে মোহনবাগান, তা সবই ছিল দ্বিতীয়ার্ধে। তা সেটা কিভুর কেরালা ব্লাস্টার্স হোক কিংবা ঐতিহ্যের ডার্বি। এমনকী জামশেদপুরের বিরুদ্ধে ম্যাচেও গোল এসেছিল পরের অর্ধেই। এদিন অবশ্য হায়দ্রাবাদের বিরুদ্ধে কিন্তু প্রথমার্ধ থেকেই আক্রমণাত্মকভাবে শুরু করে হাবাসের ছেলেরা। একের পর এক আক্রমণ তুলে আনেন রয় কৃষ্ণ-প্রবীররা। হায়দ্রাবাদ এফসির গোলকিপার সুব্রত পালের প্রচেষ্টায় প্রথমার্ধে গোলমুখ খুলতে পারেনি হাবাস ব্রিগেড । প্রথমার্ধের খেলায় দুই দলই গোলের দেখা পায় নি । গোলশূন্য ভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা ।দ্বিতীয়ার্ধে খেলতে নেমে ৪৮ মিনিটে প্রথম পরিবর্তন করে এটিকে-মোহনবাগান কোচ হাবাস । ব্র্যাড ইনমানের পরিবর্তে মাঠে আসেন ডেভিড উইলিয়ামস । খেলার ৫৪ মিনিটের মাথায় প্রথম গোলের দরজা খোলে এটিকে-মোহনবাগান । এরপর দুই দলই প্রতি আক্রমণে যায় । ৬৪মিনিটে পেনাল্টি পায় হায়দ্রাবাদ এফ সি । বল ধরে আগুয়ান নিখিলকে মনবীর বক্সে ধাক্কা দিয়ে ফেলে দিলে পেনাল্টি পায় হায়দ্রাবাদ । ৬৫ মিনিটে স্পটকিক থেকে গোল করে হায়দরাবাদকে সমতায় ফেরান জোয়াও ভিক্টর । ৭৫ মিনিটে জোড়া পরিবর্তন এটিকে-মোহনবাগানের।কিন্তু তাতেও গোলমুখ খোলেনি।পঞ্চম ম্যাচে ড্র করে ১ পয়েন্ট ঘরে তুলল বাগান। ৫ ম্যাচে হাবাসের দলের পয়েন্ট ১০।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ