নিজস্ব সংবাদদাতা : হিমালয়ের আকার বিশাল। ভারতের জলবায়ু, বিপর্যয়কালীন ব্যবস্থাপনা এবং বাস্তুতন্ত্রের উপর এর ভূমিকা ব্যাপক। এর আবহাওয়ার উপরেই নির্ভর করে দেশের শীত, গ্রীষ্ম ও বর্ষা। ভারতের জলবায়ু দাঁড়িয়ে রয়েছে এই হিয়ালয়ের উপর নির্ভর করেই। বিশ্বে এই হিমালয়ের বিশেষ পরিচিতি ‘পৃথিবীর তৃতীয় মেরু’ হিসাবে। জানানো হচ্ছে, যেহেতু হিমালয়ের পার্বত্য অঞ্চল সমভূমি থেকে বিচ্ছিন্ন, এই অঞ্চলে সব সময় আবহাওয়া পর্যবেক্ষণের কাজ সম্ভব হয় না। সেই কারণেই একটি আঞ্চলিক আবহাওয়া দফতর এখানে প্রয়োজন। এর ফলে সহজেই কোনও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস মিলবে এবং সতর্কতা জারি করা সম্ভব হবে। তাই সহজেই কোনও প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং সতর্কতা জারি করার জন্য এবার সোজা হিমালয়ে একটি আঞ্চলিক আবহাওয়া দফতর তৈরি করার কথা ভাবছে ভারত। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের সূত্রে খবর এই যে, এই আঞ্চলিক দফতর শুধু ভারতকেই নয়, আবহাওয়া সম্পর্কিত পরিষেবা দেবে প্রতিবেশী দেশগুলিতেও। এও জানা যাচ্ছে, এই সংক্রান্ত কথাবার্তা চলছে ওয়র্ল্ড মেটিওরোলজিক্যাল অরগ্যানাইজেশনের সঙ্গে। পার্বত্য অঞ্চলে আবহাওয়া এবং জলবায়ু পরিষেবা সংক্রান্ত একটি ওয়েবিনারে কেন্দ্রীয় আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, ভারতের পূর্ব এবং পশ্চিম উপকূলে পূর্বঘাট, পশ্চিমঘাট এবং উত্তর-পূর্বে পার্বত্য অঞ্চল রয়েছে। সেখানেই এই পরিকল্পনাটি সফল্ভাবে রূপায়িত করার চেষ্টা চলছে।প্রাকৃতিক দুর্যোগের খবরের পাশাপাশি, এই আবহাওয়া দফতর স্থাপনের কাজ শেষ হলে, নজর দেওয়া যাবে এই অঞ্চলের শিল্প, পর্যটন এবং কৃষির ক্ষেত্রেও।
Report by বিশেষ প্রতিনিধি
Reported on – 17/12/2020
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়