প্রয়াত বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। বয়স হয়েছিল ৯০ বছর। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন।
আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি।
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। তাঁর প্রথম ছবি মৃণাল সেনের নীল আকাশের নীচে। ছবিটি ১৯৫৯ সালে মুক্তি পায়। অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবিতেও। মর্জিনা আবদুল্লা, মৃগয়া, গণশত্রু, জয় বাবা ফেলুনাথের মতো একাধিক চলচ্চিত্রে দক্ষতার সঙ্গে অভিনয় করেছিলেন।
আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
New Hopes New Visions
More Stories
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল
দিনভর নজর নিজামে, সিবিআই দফতরে অনুব্রত