নিজস্ব সংবাদদাতা : পুজোর মরশুমে পেঁয়াজের লাগামছাড়া দামে নাজেহাল অবস্থা সাধারণ মধ্যবিত্ত মানুষের।বেশ কয়েকদিন ধরেই বাজারে দাম বাড়ছিল পেঁয়াজের। তবে এতদিন যা ছিল কেজিতে ৭০ কিংবা ৮০ টাকা এখন সেটাই কেজি প্রতি ১০০ টাকা। কোথাও কোথাও দাম ১০০ পেরিয়েছে। ব্যবসায়ীরা বলছেন আপাতত দাম কমার কোনও সম্ভাবনা নেই। আমাদের দেশে পেঁয়াজ উত্পন্ন হয় মূলত নাসিক, আহমেদনগর, পুণে, ধুলে, শোলাপুরে। মহারাষ্ট্রের এই জায়গাগুলো বাদ দিলে পেঁয়াজ উত্পন্ন হয় কর্নাটক, গুজরাত, বিহার, মধ্যপ্রদেশ ও অন্ধ্রপ্রদেশে। দেখা গিয়েছে, চলতি বছর ভারী বর্ষণ এবং বন্যার জেরে মহারাষ্ট্র, কর্নাটক আর অন্ধ্রপ্রদেশের একরের পর একর জমি নষ্ট হয়ে গিয়েছে। ফলে সেখানে উত্পাদনের এই মুহূর্তে কোনও আশা নেই। ব্যবসায়ীরা। জানিয়েছেন, যেহেতু এবছর বর্ষার মরশুমে ব্যাপক বৃষ্টি হয়েছে সেজন্য ফসলের ক্ষতি হয়েছে। ফলন হয়ে যাওয়া পেঁয়াজের একটা বড় অংশ নষ্ট হয়ে গিয়েছে। যেটুকু ফলন হয়েছিল তাও সারা দেশে বণ্টন সম্ভব হয়নি। এর প্রভাবেই দাম বেড়েছে পেঁয়াজের। বিশেষজ্ঞদের আশঙ্কা পেঁয়াজের দাম কেজি প্রতি ১২০ বা ১৩০ টাকা হতে পারে। হায়দরাবাদ এবং চেন্নাইতে এর মধ্যেই পেঁয়াজের কিলো ১৩০ টাকা হয়েছে। স্বভাবতই পেঁয়াজের এমন চড়া দামের ফলে মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। অন্যান্য সবজির দাম বাড়তে পারে বলে আশঙ্কায় রয়েছে আমজনতার ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন