নিজস্ব সংবাদদাতা : দুর্গোত্সব এরপর এবার লক্ষী পূজা এবং কালী পূজার আয়োজনে মেতে উঠেছে বাঙালি। বাঙালির কাছে উত্সব মানেই ভুরিভোজ। কিন্তু বাজারে গিয়ে খাদ্য রসিক বাঙালির হাতে রীতিমতো ফোস্কা পড়ার জোগাড়। বিশেষ করে পেঁয়াজের দাম বাড়তে বাড়তে সেঞ্চুরি ছুঁতে চলেছে । দশমীর পর থেকেই পেঁয়াজের দামের ঝাঁঝে বাঙালীর চোখে রীতিমতো জল আসার জোগাড়। উত্সবের আগে থেকেই অবশ্য অন্যান্য সকল সবজির মতো পেঁয়াজের দামও বেড়েছিল। উত্সবের দিন গুলিতেও গ্রাহককে প্রতি কেজি ৮০-৯০ টাকা কিলো দরে পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু এবার প্রতি কেজি পেঁয়াজের দাম আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা । কলকাতার এক বাসিন্দার দাবি, পেঁয়াজের যা দাম, তাতে অদূর ভবিষ্যতে নিরামিষাশী হওয়া ছাড়া উপায় নেই। বাজারের বাকি সবজির দামও বেশ চড়া। কোথাও এক কেজি টমেটো বিকোচ্ছে ৮০ টাকায়। কোথাও পটল বিকোচ্ছে ৬০ টাকায়। কলকাতায় বাঁধাকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। আলুর দামও উর্দ্ধমুখী। এদিকে করোনার কারণে চলতি বছরে সকলেরই পকেটে টান। ফলে উত্সবের মরশুমে ব্যাগ ভরা বাজার নিয়ে ঘরে ফিরতে কার্যত নাজেহাল হতে হচ্ছে খাদ্যরসিক বাঙালিকে।বাজার ফেরত যে কোনো ব্যক্তির মুখেই একই কথা শোনা যাচ্ছে। সকলেই দাবি তুলছেন, অবিলম্বে পিঁয়াজের দাম কমানোর ব্যবস্থা করুক সরকার। নতুবা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হবেন ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন