বিহারে সম্ভবত কোনও দলই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাবে না। তৃতীয় দফার বিধানসভা ভোটের পর বুথ ফেরত সমীক্ষা বলছে, ২৪৩ সদস্যের বিধানসভায় বিজেপি-নীতীশ কুমারের ক্ষমতাসীন এনডিএ ১০৪-১২৮টি আসন পেতে পারে। আরজেডি নেতৃত্বাধীন মহাজোট পাবে ১০৮-১৩১টি আসন।
সমীক্ষা অনুযায়ী আরজেডি হতে চলেছে একক সংখ্যাগরিষ্ঠ দল। তবে চিরাগ পাসওয়ান নেতৃত্বাধীন এলজেপি ও অন্যান্য দল ভোটে তেমন প্রভাব ফেলতে পারবে না বলে মনে করা হচ্ছে।
আরজেডি একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে আসতে পারে, তারা পেতে পারে ৮১-৮৯টি আসন। কংগ্রেস সম্ভবত ২১-২৯টি আসন পেতে চলেছে। বাম দলগুলি পেতে পারে ৬-১৩টি আসন। সব সমীক্ষাই বলছে, বিহারে লড়াই হবে হাড্ডাহাড্ডি। এনডিএ সম্ভবত সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না, তবে তাদের ভোট ২ শতাংশ বাড়তে পারে কিন্তু তা এমন কিছু নয়। এলজেপি ও অন্যান্যরা ভোটে প্রভাবই ফেলতে পারবে না। এবিপি আনন্দ-সি ভোটার সমীক্ষা অনুয়ায়ী এনডিএ পেতে পারে ৩৭.৭ % ভোট, মহাজোট ৩৬.৩% ভোট ও এলজেপি ৮.৫ % ভোট।
১০ তারিখ প্রকাশিত হবে ভোটের ফল
Report by Sukanto Mitra
Reported on – 08/11/2020
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন