নিজস্ব সংবাদদাতা : গুজরাট উপনির্বাচনে বিজেপির জয়জয়কার। আটটি বিধানসভা আসনে উপ নির্বাচন হয়েছিল। প্রত্যেকটিতেই জয়ী হয়েছে বিজেপি। কার্যত ফাঁকা হাতে ফিরতে হয়েছে কংগ্রেসকে।আটটি আসনে লড়েছেন ৮১ জন প্রার্থী। আবদাসা, কার্জন, মোরবি, গাধাড়া, ধারি, লিমবডি, কাপরাদা ও ডাং- এই আসনগুলিতে উপন নির্বাচন হয়।স্বাভাবিকভাবেই গেরুয়া শিবিরে খুশির হাওয়া। শুরু হয়েছে সেলিব্রেশন। রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয় রূপাণি সাংবাদিকদের বলেন, ‘বিজেপি যে ফলাফল দেখাল, তা ট্রেলার মাত্র’। ছত্তিশগঢ়, গুজরাট , হরিয়ানা, কর্ণাটক, মধ্যপ্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড, ওড়িশা, তেলঙ্গানা ও উত্তরপ্রদেশে মোট ৫৯ আসনে উপনির্বাচনে ভোটগ্রহণ করা হয়েছিল। এরমধ্যে ছত্তিশগঢ়, হরিয়ানা ও তেলঙ্গনায় একটি করে, ঝাড়খণ্ড, কর্ণাটক,নাগাল্যান্ড ও ওড়িশায় দুটি করে, মণিপুরে পাঁচ, উত্তরপ্রদেশে সাত, গুজরাতে আট ও মধ্যপ্রদেশে ২৮ আসনে উপনির্বাচন হয়েছিল। উপনির্বাচনে দুরন্ত ফল করে বিজেপি ৫৯ আসনের মধ্যে ৪০ টিতেই জয়ী হয়েছে। বিজেপি যেখানে ৫৯ আসনের মধ্যে ৪০ আসনেই জয়ী হয়েছে, সেখানে বাকি ১৯ আসনে ভিন্ন ভিন্ন দল জয়ী হয়েছে। এরমধ্যে ছত্তিশগঢ় ও হরিয়ানায় কংগ্রেস একটি করে আসনে জিতেছে। ঝাড়খণ্ডে একটি কংগ্রেস, অন্যটি জেএমএম জিতেছে। নাগাল্যান্ডে দুটি আসনের মধ্যে একটিতে ন্যাশনাল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স,অন্যটিতে নির্দল জয়ী। ওড়িশায় দুটি আসনেই জিতেছে বিজেডি। মণিপুরে চার আসনে বিজেপি ও একটি আসনে জয়ী নির্দল। উত্তরপ্রদেশে বিজেপি সাত আসনে জয়ী হয়েছে। একটি সিট গিয়েছে সমাজবাদী পার্টির খাতায়। মধ্যপ্রদেশে বিজেপি ১৯ আসনে জয়ী। কংগ্রেস ৮ ও বিএসপি ১ আসনে জয়ী হয়েছে।মধ্যপ্রদেশে তিন নেতার জন্য ছিল প্রেস্টিজ ফাইট। শিবরাজ সিং চৌহান, কংগ্রেস থেকে আসা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও কংগ্রেসের কমল নাথ। সকাল থেকে টিভির পর্দায় চোখ ছিল সবারই। বেলা গড়াতেই ফল যখন স্পষ্ট হতে শুরু করে, তখনই খুশির হাওয়া ছড়িয়ে পড়ে গেরুয়া শিবিরে।শুরু হয়ে যায় সেলিব্রেশন। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের কথায়, ‘মানুষ যে মধ্যপ্রদেশের দায়িত্ব বিজেপির হাতেই তুলে দিতে চায়, সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।’ পাশাপাশি হার স্বীকার করে নিয়েছেন কংগ্রেসের কমলনাথও। তিনি বলেছেন, ‘জনগণের রায় মেনে নিলাম। ভোটারদের ধন্যবাদ।’
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল