আগামী আর কয়েকদিনের মধ্যেই এক অদ্ভূত ঘটনার সাক্ষী থাকতে চলেছে পৃথিবীবাসী। আগামী ১৩ অক্টোবর আকাশে এমন এক দৃশ্য দেখা যেতে চলেছে, যা দেখার জন্য অপেক্ষা করে থাকতে হবে আরও ১৫ বছর। এবার মিস হলে এই দৃশ্য আকাশে দেখা যাবে ২০৩৫ সালে।
এইদিন মঙ্গলগ্রহ চলে আসবে পৃথিবীর সবচেয়ে কাছে। যে কারণে স্বাভাবিকের তুলনায় অনেক বড় আকারে দেখা যাবে এই গ্রহটি। এই নিয়ে জ্যোতির্বিজ্ঞানী এবং সাধারণ মানুষের মধ্যেও উত্তেজনার পারা চড়েছে।
১৩ অক্টোবর মঙ্গল গ্রহ কিছু সময়ের জন্য পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে। বিজ্ঞানীরা বলছেন এসময় মঙ্গল সূর্যের বিপরীতে থাকবে এবং পৃথিবী সরাসরি মঙ্গল ও সূর্যের মধ্যে অবস্থান করবে। ২০৩৫ এর আগে আর এরকম ঘটনা কখনও ঘটবে না।
বলা হচ্ছে, মঙ্গল ও পৃথিবীর পরিক্রমা একই সময়ে হওয়ার দরুণ সূর্যাস্তের সময় আকাশে দেখা যাবে মঙ্গলগ্রহ। অবশ্য খালি চোখে না হলেও দূরবীন দিয়ে স্পষ্ট বোঝা যাবে মঙ্গলের ঔজ্বল্য।
Reported on – 10th October 2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন