রাহুল গুপ্ত , কলকাতা
এক রক্তদান উৎসব , হাজার হাজার মানুষের পাশে দাঁড়ানোর প্রয়াস। ১৪৪ নম্বর ওয়ার্ডের রক্তদান উৎসবে নক্ষত্র সমাবেশ।



মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় কলকাতা পুরসভার ১৪৪ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি শেফালী প্রামানিকের উদ্যোগে রক্তদান উৎসব হয়ে গেল রবিবার।


দেখতে দেখতে সপ্তম বছরে পড়লো এই রক্তদান উৎসব। প্রায় ৫০০ জন রক্তদাতা রক্তদান করলেন। মহিলা -পুরুষ নির্বিশেষে। রক্তের নেই কোনও ধর্ম , নেই কোনও জাত , ধর্ম একটাই মানব ধর্ম। এদিনের রক্তদান উৎসব যেন হয়ে থাকলো রাজনৈতিক নক্ষত্র সমাবেশ।
একে একে এলেন সবাই , এলেন দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায় , মন্ত্রী এবং কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম , বিধায়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী দিলীপ মন্ডল ,






রাজ্যসভার তৃণমূলের সাংসদ ও দক্ষিণ ২৪ পরগনা জেলা সভাপতি শুভাশীষ চক্রবর্তী , মেয়র পারিষদ ও বিধায়ক দেবাশীষ কুমার , বোরো ১৬ চেয়ারমান -পৌরপিতা সুদীপ পোল্লে , ট্রেড ইউনিয়ন নেতা শক্তি মন্ডল , পৌরপিতা ১১৭ নম্বর ওয়ার্ড অমিত সিং , ১১৯ নম্বরের পৌরমাতা কাকলী বাগ , ১২১ এর পৌরপিতা রূপক গাঙ্গুলি , ১২৪ এর পৌরপিতা রাজীব দাস , ১২৫ এর পৌরমাতা ছন্দা সরকার , ১২৬ এর পৌরপিতা ঘনশ্রী বাগ , ১২৭ এর মালবিকা বৈদ্য , ১৪২ এর পৌরপিতা রঘুনাথ পাত্র সহ প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।





এদিনের সব অতিথিদের বরণ করে নিলেন পৌরমাতা স্বয়ং। শেফালী প্রামানিকের রক্তদান উৎসবের প্রয়াস কে স্বাগত জানালেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। পাশাপাশি এদিনের রক্তদান উৎসবের মঞ্চ থেকে বিরোধী দল বিজেপিকেও একহাত নিলেন মেয়র। দিশা শক্তি নিউজ কে দেওয়া একান্ত প্রতিক্রিয়ায় মেয়র বললেন , ” বিজেপি যদি রক্ত ঝড়ায় , তাহলে তৃণমূল কংগ্রেস রক্ত দিয়ে প্রাণ বাঁচায়।” যাঁরা বিজেপিতে আছেন তাদেরকে ছাগলের তৃতীয় সন্তান বলে কটাক্ষ করতেও ছাড়লেন না মেয়র।

উল্লেখ্য , এদিনের রক্তদান উৎসবের মঞ্চ হয়ে থাকল এক পারিবারিক বন্ধনের সেতু। হিন্দু , মুসলিম , খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ এদিন রক্তদান করলেন অপরের জন্য।

এদিন ১৪৪ এর পৌরমাতা শেফালী প্রামাণিক বললেন ” ভালো লাগছে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজ এক হয়ে রক্তদান করলেন অন্যের জন্য। ” পাশাপাশি এদিন বসন্ত উৎসবের শুভেচ্ছাও দিলেন পৌরমাতা।




Face Book , Youtube Address : dishashaktinews // Portal Address : www.dishashaktinews.com
More Stories
রাজনীতি করে নয় , মানুষকে ভালোবেসে মন জিতেছেন ঘরের মেয়ে ইতু
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ
আজ মেগা ডে ” FOOTBALL CARNIVAL – ২০২২ ” এর