নিজস্ব সংবাদদাতা : ‘ দেশে করোনা আক্রান্তের সংখ্যা এখন কমছে। ভারতে কোভিড-১৯ এর টীকাকরণের প্রস্তুতির শেষ পর্যায়। দেশের মানুষ ভারতে তৈরি হওয়াই টীকা পাবে। চেষ্টা করা হচ্ছে যাতে দেশের প্রতিটি কোনায় এই টীকা পৌঁছে দেওয়া যায়। আমরা চেষ্টা করছি আগামী বছর বিশ্বের সবচেয়ে বড় করোনা টীকাকরণ কর্মসূচি চালনোর। ২০২০ আমাদের শিখিয়ে দিয়েছে যে, স্বাস্থ্যই সম্পদ। ভীষণ চ্যালেঞ্জিং একটা বছর ছিল এটা। আগে আমি বলেছিলাম যে, দাওয়াই নেই তো ঢিলাই নেই। ২০২১-এ আমাদের মন্ত্র দাওয়াই ভি অউর কড়াই ভি ‘। (বাংলায় মমার্থ করলে দাঁড়ায়, ওষুধও থাকবে, সতর্কতাও থাকবে। দেশের প্রধানমন্ত্রী জানিয়ে দিলেন টিকাকরণের প্রস্তুতি শেষ ধাপে। ভারতে তৈরি হওয়া ভ্যাকসিনই পাবে দেশবাসী। গুজরাতের রাজকোটে অল ইন্ডিয়া ইনস্টিটিউটস অফ মেডিক্যাল সাইন্সেস (এইমস)-এর শিলান্যাস করে এই সুখবর দেশবাসীকে জানান মোদি। এই বছর শুধু মাত্র করোনা টিকার অপেক্ষায় দিন গুনেছে পৃথিবী। অবশেষে ইউরোপের বেশ কিছু দেশে করোন টীকাকরণ শুরুও হয়েছে। ভারত কবে পাবে করোনার ভ্যাকসিন বা কোভ্যাকসিন? এই একটা প্রশ্নই দেশবাসীকে ভাবিয়েছে। অবশেষে সুখবরটা দিলেন প্রধানমন্ত্রী। ভারতে সেরাম ইনস্টিটিউট ‘কোভিশিল্ড’ তৈরি করছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ফার্মা মেজর অ্যাস্ট্রাজেনকার পরামর্শ নিয়ে। ভারত বায়োটেক ও ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) এই টিকা নিয়ে আসবে বাজারে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 31/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা