উৎসবের মরসুমে সাধারণের জন্য খুশির খবর নিয়ে এল ভারতীয় রেল। জানানো হয়েছে উৎসব উপলক্ষে আগামী ২০ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ফেস্টিভ্যাল স্পেশাল ট্রেন চালানো হবে ভারতীয় রেলের তরফে। আর এর ফলে নিয়ন্ত্রন করা যাবে যাত্রীদের এমনটা মনে করা হচ্ছে। উৎসবের মরসুমে এই সুবিধা দেওয়াতে কিছুটা হলেও স্বস্তিতে সাধারণ মানুষজন।
পাশপাশি এও জানানো হয়েছে ওই সকল ট্রেনের ভাড়া সাধারণের সুবিধা মতই রাখা হবে। এমনটা জানা গিয়েছে রেলওয়ে দফতরের তরফে। ফলে মনে করা হচ্ছে এর উপরে অতিরিক্ত চার্জ বসতে পারে। ফলে এই ট্রেনের টিকিট ১০ থেকে ৩০ শতাংশ দামী হতে পারে মেল ট্রেনের থেকে।
তবে যে সকল যাত্রীদের প্রয়জনীয়তা রয়েছে তাদের কাছে এটি যথেষ্ট সুবিধাদায়ক বলে মনে করা হয়েছে। জানা গিয়েছে স্পেসাল চার্জ ১০ শতাংশ ধার্য হবে সেকেন্ড ক্লাস তিকিতের জন্য। আর বাকি ক্ষেত্রে এই চার্জ ধার্য করা হবে ৩০ শতাংশ। উৎসব উপলক্ষে মানুষের ভিড় কমানোর জন্য কেন্দ্রের তরফে যে পদক্ষেপ নেওয়া হয়েছে এর ফলে সাধারণের যথেষ্ট সুবিধা হবে।
এও জানা হয়েছে বিশেষ পরিষেবা দেওয়ার কারণেই এই সকল ট্রেনের ভাড়া বৃদ্ধি করা হয়েছে। এই সকল ট্রেনের সুচি দ্রুত জানিয়ে দেওয়া হবে বলেও জানা গিয়েছে। রেল মন্ত্রকের তরফে এই নির্দেশিকা জারি হওয়ার পর থেকেই এও জানানো হয়েছে এই সময়ে সকল ট্রেনের গতিবেগ থাকবে ৫৫ কেএমপিএইচ। রেলের নির্দিষ্ট জায়গা থেকে এই সকল ট্রেনের বুকিং করা হবে বলেও জানানো হয়েছে।
এই সকল বিশেষ ট্রেন চলবে কলকাতা, পাটনা, বারানসী, লখনউ থেকে শুরু করে আরও একাধিক শহর থেকে। দুর্গা পুজো, দশেরা, দিওয়ালি, ছট পুজো উপলক্ষে গ্রাহকদের জন্য এই সুবিধা আনা হয়েছে। অরথেত করোনা পরবর্তী সময়ে সকলে যাতে উৎসবের মরসুম খুশি মনে উদজাপন করতে পারে সেই কারণে রেলের তরফে নেওয়া হয়েছে এই পদক্ষেপ
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল