নিজস্ব সংবাদদাতা : আরও একবার ভক্তদের ইচ্ছেপূরণ করতে ব্যাট হাতে ২২ গজে ফিরছেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। আহমেদাবাদের মোতেরা স্টেডিয়ামে ক্রিকেট ম্যাচে মুখোমুখি হচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ । বিসিসিআইয়ের ২৮ জনের কমিটির প্রত্যেককে দুটি দলের মধ্যে ভাগ করে একটি বন্ধুত্বপূর্ণ ক্রিকেট ম্যাচের আয়োজন করছে বিসিসিআই । একটি দলের অধিনায়কত্ব করবেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও অপর দলের অধিনায়ক হবেন বর্তমান বোর্ড সচিব জয় শাহ । ২৪ তারিখ বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা। সেই সভার আগেই ২২ গজে নামছেন সৌরভ। আন্তর্জাতিক ক্রিকেটকে সৌরভ গঙ্গোপাধ্য়ায় বিদায় জানিয়েছেন তাও প্রায় এক যুগ পার। বর্তমানে সামলাচ্ছেন বিসিসিআই প্রেসিডেন্টের দায়িত্ব। তবে সম্প্রতি জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেটে এখনও দেশের হয়ে রান করতে সক্ষম। দরকার শুধু কয়েক মাসের অনুশীলন। তবে প্রদর্শনী ম্যাচে প্রিয় তারকাকে ব্যাট হাতে দেখার অপেক্ষায় বসে থাকেন সৌরভ ভক্তরা। বিসিসিআইয়ের বার্ষিক সভায় বেশ কিছু বাউন্সার ধেয়ে আসতে পারে সৌরভ গঙ্গোপাধ্য়ায়ের দিকে। দ্য টাইসম অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, বোর্ডের বেশ কিছু সদস্য বোর্ড সভাপতির বিভিন্ন ব্র্যান্ডের মুখ হওয়া নিয়ে রয়েছে আপত্তি। একটি ফ্যান্টাসি গেমিং অ্যাপ আইপিএলের টাইটেল স্পনসর। কিন্তু সৌরভ তাদেরই বিপক্ষ ব্র্যান্ডকে এনডোর্স করেন। অপরদিকে ডিসেম্বর মাসেই তিনি ভারতীয় দলের জার্সি স্পনসরের প্রতিপক্ষ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে চুক্তি সই করেন যা নিয়ে বোর্ডের অন্দরে রয়েছে তীব্র বিরোধ, সূত্রের খবর তেমনই।সৌরভের বিরুদ্ধে যে প্রশ্নটি সবার আগে উঠতে পারে তা হল বোর্ডের সভাপতি পদে থেকে আদৌ এইভাবে টাকার চুক্তি সই করা যায় কিনা!
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’