নিজস্ব সংবাদদাতা : অতিমারী পরিস্থিতির জন্য ২৬তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (KIFF) পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । ২০২১ সালের ৮-১৫ জানুয়ারি উৎসবের নতুন সময়সীমা হিসেবে ঠিক করা হয়েছে। কিন্তু কোভিডের প্রকোপ তো এখনও বর্তমান। তাহলে কীভাবে হবে উদ্বোধন? সূত্রের খবর, নতুন বছরে ভারচুয়াল উদ্বোধনের পথে হাঁটবে (KIFF) কর্তৃপক্ষ। এই প্রথমবার প্রযুক্তির সাহায্য নিয়ে হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের শুরু। গত ৮-৯ বছর ধরে বাঙালির প্রিয় এই উৎসবের উদ্বোধনে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে থাকত তারকাদের উজ্জ্বল উপস্থিতি। কে থাকতেন না সেখানে! বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন , বাদশা শাহরুখ খান থেকে দক্ষিণের কমল হাসান, প্রত্যেকেই বাংলার দর্শকদের মন জয় করেছেন। এবার করোনার আক্রমণে সবটাই বেসামাল। সারা পৃথিবীজুড়ে ফিল্মোৎসব হয় বন্ধ হয়ে যাচ্ছে, নয়তো ভারচুয়ালি হচ্ছে। সেই পথ অনুসরণ করেই কলকাতার চলমান চিত্রের উৎসব আগামী ৮ জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন ভারচুয়ালি। বিশ্বস্ত সূত্রে জানা যাচ্ছে, ৮ তারিখ বিকেলে নবান্নের সভাঘর থেকে উৎসবের সূচনা করবেন মুখ্যমন্ত্রী। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, রাখি গুলজার, কমল হাসানের মতো বলিউড কিংবা দক্ষিণের কোনও সুপারস্টার থাকতে পারবেন না। সম্ভবত স্বাস্থ্যবিধি মেনেই এমন পরিকল্পনা। শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রীর সঙ্গে সেদিন উপস্থিত থাকতে পারেন টলিউড অর্থাৎ টালিগঞ্জের কিছু মানুষ এবং উৎসব কমিটির সদস্যরা। যেমন উৎসব সভাপতি রাজ চক্রবর্তী , তিন তারকা সাংসদ দেব , মিমি চক্রবর্তী , নুসরত জাহান । থাকতে পারেন অরিন্দম শীল, মন্ত্রী অরূপ বিশ্বাস, ইন্দ্রনীল সেন। উপস্থিত থাকার সম্ভাবনা সৌমিত্র চট্টোপাধ্যায়ের পরিবারের দু’একজন সদস্যের। এবার উদ্বোধনী ছবি হিসেবে সত্যজিৎ-সৌমিত্র জুটির ‘অপুর সংসার’ দেখানোর কথা ছিল। তা কীভাবে দেখানো হবে, সেই সম্পর্কে এখনও কিছু জানা যায়নি। তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণে তাঁর স্মৃতির উদ্দেশে নিবেদিত হবে আধডজন ছবি। এটাই হবে এবারের বড় আকর্ষণ।
Report by রাহুল গুপ্ত
Reported on – 30/12/2020
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে