নিজস্ব সংবাদদাতা : প্রকাশ্যে এলো ‘FAU-G’র মুক্তির দিনক্ষণ। দেশজুড়ে PUBG বন্ধ হওয়ার পরই শিরোনামে উঠে আসে FAU-G নামটি। সুপারস্টার অক্ষয় কুমার খাঁটি ভারতীয় অনলাইন গেমটির কথা ঘোষণা করতেই কৌতূহল চরমে পৌঁছে যায় যুবপ্রজন্মের। আর এবার অক্ষয় নিজেই প্রকাশ করলেন গেমটির ‘অ্যান্থেম’। সেই সঙ্গে জানা গিয়েছে, মোবাইল গেম ফৌজি লঞ্চ হবে সাধারণতন্ত্র দিবসের দিন। গত ডিসেম্বরই গেমটির প্রি-রেজিস্ট্রেশনও কিন্তু শুরু হয়ে গিয়েছে। এদিন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গেমটির ‘অ্যান্থেম’-এর সঙ্গে একটি ভিডিও প্রকাশ করেন অক্ষয়। সঙ্গে লেখেন, ‘সমস্যা দেশের ভিতরে হোক কিংবা সীমান্তে, ভারতের এই বীরেরা বুক চিতিয়ে দাঁড়ান। এঁরা আমাদের পাহারাদাররা কাউকে ভয় পান না এবং সবসময় একসঙ্গে লড়াই করেন।’ এদিকে, ভিডিওটিতেও স্পষ্ট, সীমান্তে দুর্গম এলাকায় ভারতীয় জওয়ানরা কীর্তিই তুলে ধরা হবে গেমটিতে। গেমটির যা বিবরণ তাতে সহজেই বোঝা যাচ্ছে, উত্তরের সীমান্তে পার্বত্য এলাকায় ভারতীয় জওয়ানরা যা যা কীর্তি করেন তাই ‘টাস্ক’ হিসেবে রাখা হবে গেমে। বলা হয়েছে, ‘দেশপ্রেমিক সেনাদের জায়গায় নিজেকে ভাবুন এবং সাহসিকতা, ভ্রাতৃত্ব এবং বলিদানের অভিজ্ঞতা অনুভব করুন।’ বলা বাহুল্য, ফৌজির পরতে পরতে জড়িয়ে থাকবে দেশপ্রেম। এদিকে সরকারিভাবে পাবজিকে এখনও ছাড়পত্র দেয়নি নয়াদিল্লি। তাতে কিছুই আসে যায় না গেমারদের। গুগল থেকে অ্যাপ্লিকেশন ফাইল ডাউনলোড করে, বিদেশি ভিপিএন-এর সাহায্যে চলছে দেদার পাবজি খেলা। কারও কারও ভিপিএন-এর প্রয়োজন পড়ছে না। দেশীয় সার্ভারেই কাজ চলে যাচ্ছে। তাই অক্ষয় কুমারের ফৌজি পাবজিকে কতটা টক্কর দেয় সেটাই দেখার।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়