নিজস্ব সংবাদদাতা : উত্সবের মধ্যে স্নাতক স্তরের ফল প্রকাশ করেছে কলকাতা বিশ্ববিদ্যালয়। ষষ্ঠীর দিন বি-কমের ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের ফলাফল এবং সপ্তমীর দিন এই বিএ ও বিএসসি- র চূড়ান্ত বর্ষের ফল প্রকাশ হয়েছে। এবার নভেম্বর মাসের ২ তারিখ থেকে শুরু হতে চলেছে স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রক্রিয়া। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করলো কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ১০ নভেম্বর পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন পত্র পূরণ করে জমা দেওয়া যাবে। এরপর ভর্তির বাকি প্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেবে কর্তৃপক্ষ। শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সম্প্রতি বৈঠক করেছেন। যার মূল বিষয় ছিল কীভাবে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি হবে। ওই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, ৬০-৪০ অনুপাত এর বদলে ৮০-২০ অনুপাতে ছাত্র ভর্তি হবে। অর্থাত্ নিজেদের বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ৮০ শতাংশ আসন ও অন্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের জন্য ২০ শতাংশ আসন বরাদ্দ থাকবে। সূত্রের খবর, ৮০-২০ কীভাবে কার্যকর করা যায় তা নিয়ে আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কলকাতা বিশ্ববিদ্যালয়। করোনা আবহে এবছর অনলাইনে পরীক্ষা হয়েছে চূড়ান্ত বর্ষের। ফল প্রকাশের পর দেখা গেছে তাত্পর্যপূর্ণ ভাবে এই বছরে ফার্স্ট ক্লাসে উত্তীর্ণ হওয়ার ছাত্র-ছাত্রীর সংখ্যা বেড়ে গিয়েছে। এর পরেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংশয় দেখা দিয়েছে এত সংখ্যক ছাত্র-ছাত্রীকে কিভাবে স্নাতকোত্তর স্তরে আসন দেওয়া সম্ভব তা নিয়ে। বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত বছরের তুলনায় এ বছর বিএ ও বিএসসি বিভাগে ফার্স্ট ক্লাসের পাস করা পড়ুয়ার সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
Reported on – 30th October 2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন